রাজভবনেই আসতে হবে! শপথ নিয়ে এবার সায়ন্তিকাদের লম্বা চিঠি রাজ্যপালের

ফলাফল ঘোষণার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও শপথ নিতে পারেননি বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকার। ফলে এলাকার উন্নয়নের কোনও কাজ তাঁরা করতে পারছেন না। গতকাল, সোমবার বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি পাঠান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে। à§© পাতার দীর্ঘ চিঠিতে রাজভবনে এসেই শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দু’জনকে।

২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল। উত্তরে বরানগরের নব নির্বাচিত বিধায়িক সায়ন্তিকা (Sayabtika Banerjee) জানান, তিনি অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক। সে কথা চিঠি দিয়ে রাজভবনকেও জানান তিনি। কিন্তু তারপরও দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে মঙ্গলবার রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয় দুই জয়ী প্রার্থীকে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে।

পাশাপাশি, এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই, দাবি তৃণমূল শিবিরের।

আরও পড়ুন: নিষ্ক্রিয়, জনবিচ্ছিন্ন সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার পথে বঙ্গ সিপিএম