Sunday, November 9, 2025

গুপ্ত পর্বতে প্রথম পা, বাংলার নয় পর্বতারোহীর নতুন কীর্তি

Date:

Share post:

যেখানে কেউ কখনও পা রাখেনি, এবার সেখানেই পৌঁছে গেল বাংলার নয় পর্বতারোহী। জটিল অবস্থানের জন্য যে পর্বতের ছবি তোলাই কার্যত কঠিন, যে কারণে অনলাইন সার্চে খুব সহজে পাওয়া যায় না এই পর্বতকে, সেখানেই পৌঁছে গেল বাঙালি পর্বতারোহীর দল। নেতৃত্বে ছিলেন রুদ্রপ্রসাদ হালদার ও প্রখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

হিমাচল হিমালয়ের অত্যন্ত দুর্গম গুপ্ত পর্বত জয় করতে জুনের ৩ তারিখ রওনা হন সোনারপুর আরোহীর অভিযাত্রীরা। প্রথমে শিখর বে ও পরে গুপ্ত পর্বত আরোহনের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ তুষার ধস নামায় শিখর বে আরোহনের পরিকল্পনা বাতিল করতে হয় তাঁদের। কোনওক্রমে প্রাণে বাঁচেন পর্বতারোহীরা। কিন্তু তাতেও গুপ্ত পর্বতের দিকে এগিয়ে যাওয়ায় একচুলও মনোবলে আঘাত পড়েনি তাঁদের।

৬১৫৯ মিটার উঁচু গুপ্ত পর্বত অভিযানে যে নয় সদস্যের দল রওনা দেয় তাঁদের মধ্যে একজন মহিলা পর্বতারোহীও ছিলেন। ৫২৮৫ মিটার পর্যন্ত ওঠার পরে তিনদিন বেস ক্যাম্পেই অপেক্ষা করতে হয় তাঁদের। কারণ, প্রবল তুষারপাতে আর এগোনোই সম্ভব ছিল না। শেষে আট ঘণ্টা পর্বতারোহনের পরে শিখরে পৌঁছাতে সক্ষম হন তাঁরা।

এর আগে দুদিক দিয়ে এভারেস্ট শৃঙ্গ জয়ের নজির রয়েছে সোনারপুর আরোহীর। তবে অনেক সাফল্যকে পিছনে ফেলে দেবে মঙ্গলবারের সাফল্য। এমন একটি শিখরে তাঁরা পা রেখেছেন যা এতদিন মানুষের স্পর্শ পায়নি। তবে সব সদস্য সুস্থভাবে সেখানে পৌঁছানো ও নেমে আসায় এই খারাপ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সংগঠনের সদস্যরা।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...