চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ থেকে উদ্ধার শিশু, বিরাটি স্টেশনে ধুন্ধুমার

চলন্ত ট্রেনে মহিলার ব্যাগ থেকে উদ্ধার শিশু উদ্ধারকে (Baby Rescue) কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বুধবার সাতসকালে। জানা গিয়েছে, অন্যান্য কাজের দিনের মতো এদিনও দত্তপুকুর লোকালে ঠাসা ভিড় ছিল। মহিলা কামরায় যাত্রীরা হঠাৎ দেখেন এক মহিলা সহযাত্রীর বাজার করা ব্যাগে কিছু একটা নড়াচড়া করছে। যা অন্য যাত্রীদের কাছে খুব স্বাভাবিক মনে হয়নি। এরপর সন্দেহ হওয়ায় সকলে মিলে ওই মহিলাকে চাপ দেন ব্যাগ খোলার জন্য। আর ব্যাগ খুলতেই চমকে যান যাত্রীরা।

ওই মহিলার বাজারের ব্যাগ খুলতেই দেখা যায় তার মধ্যে একটি শিশু। ওই শিশুকে দেখেই চমকে ওঠেন সবাই। শিশু (Baby Rescue) চুরি সন্দেহে চলন্ত ট্রেনের মধ্যেই শোরগোল শুরু হয়ে যায়। এরপর টানাহেঁচড়া করে ওই মহিলাকে বিরাটি স্টেশনে ট্রেন থেকে নামান অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় জিআরপিকে। ঘটনাটি নিয়ে বিরাটি স্টেশনে শুরু হয়ে যায় ধুন্ধুমার। মহিলারা রেল অবরোধ করে দেন। প্রবল বিপাকে পড়ে যান নিত্যযাত্রীরা। রেল পুলিশের পাশপাশি চলে আসে পুলিশও।

ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই শিশুটিকে নিয়ে যাওয়ার পেছনে কোনও শিশুপাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: শোকজের মোক্ষম জবাবে বিজেপিকেই নিশানা ডায়মন্ড হারবারের পদ্ম প্রার্থীর!