Sunday, August 24, 2025

বুধবারই শেষ, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ালো না আদালত

Date:

Share post:

আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্য থেকে ফিরে যেতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনী দিয়ে মুড়ে রাজ্যে অশান্তির বাতাবরণ থাকার যে ছবি বিরোধীরা তৈরি করার চেষ্টা করে চলেছে, তা যে সাজানো আদালতের নির্দেশে তা আরও একবার প্রমাণিত হল। ফলে বুধবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হয়ে গেল। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

লোকসভা নির্বাচন নজিরবিহীন সাত দফায় করার পরেও কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া রাজ্যের মধ্যে অন্যতম বাংলাকে বলেই দাবি করেছে। তারপরেও রাজ্যে বারবার অশান্তির অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। ভোটের পরে যে দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তারপরেও বিধানসভার বিরোধী দলনেতা ধর্নায় বসার নামে আদালতে বারবার দরবার করে চলেছেন।

বাংলা অশান্ত দাবি করে রাজ্যকে অপমানিত করার বিরোধীদের চক্রান্তে এবার জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। বুধবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধির আবেদনের মামলায় আদালত স্পষ্ট জানায় এবার রাজ্যের শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখার মেয়াদ বাড়ালো না আদালত। ইতিমধ্যে রাজ্য ভোট পরিবর্তী হিংসা দমন করতে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনের পরে ১৫ দিন রাজ্যে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মেয়াদ ১৯ জুন শেষ হয়। তবে বিরোধীদের মামলার ফলে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ ২১ জুন ও পরে ২৬ জুন পর্যন্ত বাড়ায় আদালত। তবে এবার রাজ্যের বহু স্কুল দখল করে থাকা বাহিনীকে ফিরে যেতে হবে রাজ্য় থেকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে সমস্যা হলে কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...