Wednesday, May 7, 2025

আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই রাজ্য থেকে ফিরে যেতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। বাহিনী দিয়ে মুড়ে রাজ্যে অশান্তির বাতাবরণ থাকার যে ছবি বিরোধীরা তৈরি করার চেষ্টা করে চলেছে, তা যে সাজানো আদালতের নির্দেশে তা আরও একবার প্রমাণিত হল। ফলে বুধবারই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ শেষ হয়ে গেল। বুধবার এই নির্দেশ দেন বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

লোকসভা নির্বাচন নজিরবিহীন সাত দফায় করার পরেও কোনও সুবিধা করতে পারেনি বিজেপি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন হওয়া রাজ্যের মধ্যে অন্যতম বাংলাকে বলেই দাবি করেছে। তারপরেও রাজ্যে বারবার অশান্তির অভিযোগ তুলে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। ভোটের পরে যে দু-একটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য পুলিশ। তারপরেও বিধানসভার বিরোধী দলনেতা ধর্নায় বসার নামে আদালতে বারবার দরবার করে চলেছেন।

বাংলা অশান্ত দাবি করে রাজ্যকে অপমানিত করার বিরোধীদের চক্রান্তে এবার জল ঢেলে দিয়েছে হাইকোর্ট। বুধবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার মেয়াদ বৃদ্ধির আবেদনের মামলায় আদালত স্পষ্ট জানায় এবার রাজ্যের শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের শান্তি বজায় রাখার মেয়াদ বাড়ালো না আদালত। ইতিমধ্যে রাজ্য ভোট পরিবর্তী হিংসা দমন করতে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য পুলিশের কাছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনের পরে ১৫ দিন রাজ্যে বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই মেয়াদ ১৯ জুন শেষ হয়। তবে বিরোধীদের মামলার ফলে প্রথমে কেন্দ্রীয় বাহিনীর রাজ্যে থাকার মেয়াদ ২১ জুন ও পরে ২৬ জুন পর্যন্ত বাড়ায় আদালত। তবে এবার রাজ্যের বহু স্কুল দখল করে থাকা বাহিনীকে ফিরে যেতে হবে রাজ্য় থেকে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের পক্ষ থেকে সমস্যা হলে কেন্দ্রকে সেই দায়িত্ব নিতে হবে বলে পর্যবেক্ষণ আদালতের।

Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version