আরও বিপাকে কেজরিওয়াল! ED-র পরে গ্রেফতার করল CBI

বিপদ আরও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। ED-র পরে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাতে তিহার জেলেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার তিহারে গিয়ে আপ (AAP) সুপ্রিমোকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। মঙ্গলবার তাঁকে গ্রেফতার দেখানো হয়। বুধবারই সিবিআই দিল্লির আদালতে পেশ করবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ফলে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় ফের তাঁকে হেফাজতে থাকতে হতে পারে।

গত ২১ মে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু লোকসভা নির্বাচনে দলের হয়ে প্রচারের সুযোগ দিতে তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। সেই জামিনের মেয়াদ শেষের পরে ২ জুন আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। তবে বৃহস্পতিবার ১ লক্ষ টাকার বন্ডে জামিন হলেও আপাতত জেলমুক্তি হয়নি তাঁর। কারণ ইডির আর্জির প্রেক্ষিতে কেজরির জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট (Delhi High Court)। এই স্থগিতাদেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে ফের সিবিআই-এর গ্রেফতারের আরও বিপাকে পড়তে হল আপ সুপ্রিমোকে। জেল থেকে মুক্তি পেতে হলে দুই এজেন্সির মামলাতেই জামিন পেতে হবে তাঁকে।

আরও পড়ুন- বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে এসআরটির বিরুদ্ধে মুর্শিদাবাদ কিংস ২৬ রানে জয়ী

 

 

Previous articleবেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে এসআরটির বিরুদ্ধে মুর্শিদাবাদ কিংস ২৬ রানে জয়ী
Next articleস্বাধীনতার পর এই প্রথম! বুধেই লোকসভার স্পিকার পদে নির্বাচন, ভোটাভুটি ঘিরে চড়ছে পারদ