নাটকীয়ভাবে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই। এক বছর কারাবাস কাটিয়েছেন। অথচ বুধবার তার কোনও প্রভাব নেই। শিক্ষক হিসাবে স্কুলে দীর্ঘদিন পরে ক্লাস নিতে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে যতটা সহজ বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, ততটাই আপ্লুত ছাত্র-ছাত্রীরা। এমনকি বুধবারও নিজের বিষয় ছেড়ে অন্য বিষয়ের ক্লাস নিতে আগের মতই সাবলিল দেখা গেল জীবনকৃষ্ণকে।

বীরভূমের দেবগ্রাম হাইস্কুলের ইতিহাসের শিক্ষক জীবনকৃষ্ণ সাহা ২০২১ সালে মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। মুর্শিদাবাদের বড়ঞারই বাসিন্দা জীবনকৃষ্ণ প্রায় ২০ কিমি দূরের স্কুলে শিক্ষকতা করেন। ২০২৩ সালে শিক্ষা নিয়োগ মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় এই মামলায় আদালত তাঁকে জামিন দেয়। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে তিনি নিজের বাড়ি বড়ঞাতে ফিরে গিয়েছেন।


বুধবার তিনি নিজের স্কুলে প্রথম ক্লাস নেন। ইতিহাসের শিক্ষক হওয়া সত্ত্বেও সহকারী শিক্ষক হওয়ায় অন্য বিষয়ের শিক্ষকের অনুপস্থিতিতে তাঁকে অন্য বিষয়ের ক্লাসও আগে নিতে হত। সেই রকমই বুধবার জীবন বিজ্ঞান শিক্ষকের অনুপস্থিতিতে নবম শ্রেণির জীবন বিজ্ঞান ক্লাস নেন তিনি। দীর্ঘদিন পরে শিক্ষককে ফিরে পেয়ে পড়ুয়ারাও আপ্লুত। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষও খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, শিক্ষকের অভাব পূরণ হওয়ায়।
