এদিন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে ইডেন গার্ডেনে শ্রাচি রাঢ় টাইগার্স (এসআরটি) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এমকে তাদের ইনিংস আক্রমণাত্মকভাবে শুরু করে, ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে। এমকে-র হয়ে সর্বোচ্চ স্কোর করেন সুদীপ ঘরামি ৫৩ বলে ৮৬ রান। অগ্নিভ পান ৫৭ রানের অবদান রাখেন। এসআরটির পক্ষে সাত্যকি দত্ত ২টি ও সন্দীপন দাস ১টি উইকেট নেন।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে SRT ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে তাদের ইনিংস শেষ করে। এসআরটির হয়ে সুমন্ত গুপ্ত ৩৭ রান এবং শাহবাজ আহমেদ ৩৩ রান করেন। সুখমিত সিং ৩ উইকেট নেন, এবং সাইদ ইরফান আফতাব এমকে-এর হয়ে ২ উইকেট নেন, যার ফলে তারা ২৬ রানে জয় পায়।
ম্যাচের সেরা নির্বাচিত হন সুদীপ ঘরামি।