Saturday, August 23, 2025

পাকিস্তানের করাচি শহরের রাস্তায় পাওয়া গেল ২৩টি মৃতদেহ। দেশের স্বেচ্ছাসেবী সংগঠন দেহগুলি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে তিনজনের মাদকের কারণে মৃত্যু বলে জানা যায়। যদিও বাকীদের মৃত্যুর কারণ নিয়ে রয়ে গিয়েছি ধন্দ। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে মৃত্যু হয়েছে তাঁদের। যদিও মৃতদের পরিচয়ও জানতে পারেনি করাচি প্রশাসন। প্রশাসনের দাবি, এরকম আরও প্রায় দুই ডজন দেহ রয়েছে যাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলির মতই তাপপ্রবাহে পুড়ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সরকারি হিসাবে মাত্র চারদিনে এই পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪০০ বাসিন্দার। মঙ্গলবার পর্যন্ত ৪২৭টি মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করেছে দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাই জানাচ্ছে শুধু মঙ্গলবার তাঁরা ১৩৭টি মৃতদেহ ও সোমবার ১২৮টি মৃতদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবারের মৃতদেহগুলি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেই সব এলাকা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে শেষ কয়েকদিন। গরমে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কোনও পদক্ষেপ সরকার নেয়নি।

তবে সংস্থার দাবি এর মধ্যে অনেকেই অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গিয়েছেন। সম্প্রতি মাদকাসক্ত একদল যুবকের মারে মৃত্যু হয়েছে এক বয়স্ক ব্যক্তির। পাকিস্তানের বন্দর শহরে সম্প্রতি মাদক সেবনের প্রবণতা বেড়ে গিয়েছে, যেখানে জনপ্রিয় হয়েছে আইস বা ক্রিস্টাল মেথামফেটামাইন নামে একটি মাদক।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version