Tuesday, November 4, 2025

পাকিস্তানের করাচি শহরের রাস্তায় পাওয়া গেল ২৩টি মৃতদেহ। দেশের স্বেচ্ছাসেবী সংগঠন দেহগুলি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে তিনজনের মাদকের কারণে মৃত্যু বলে জানা যায়। যদিও বাকীদের মৃত্যুর কারণ নিয়ে রয়ে গিয়েছি ধন্দ। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে মৃত্যু হয়েছে তাঁদের। যদিও মৃতদের পরিচয়ও জানতে পারেনি করাচি প্রশাসন। প্রশাসনের দাবি, এরকম আরও প্রায় দুই ডজন দেহ রয়েছে যাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলির মতই তাপপ্রবাহে পুড়ছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সরকারি হিসাবে মাত্র চারদিনে এই পর্যন্ত গরমে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪০০ বাসিন্দার। মঙ্গলবার পর্যন্ত ৪২৭টি মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করেছে দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই সংস্থাই জানাচ্ছে শুধু মঙ্গলবার তাঁরা ১৩৭টি মৃতদেহ ও সোমবার ১২৮টি মৃতদেহ উদ্ধার করেছেন। মঙ্গলবারের মৃতদেহগুলি যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, সেই সব এলাকা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে শেষ কয়েকদিন। গরমে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কোনও পদক্ষেপ সরকার নেয়নি।

তবে সংস্থার দাবি এর মধ্যে অনেকেই অতিরিক্ত মাদক সেবনের জন্য মারা গিয়েছেন। সম্প্রতি মাদকাসক্ত একদল যুবকের মারে মৃত্যু হয়েছে এক বয়স্ক ব্যক্তির। পাকিস্তানের বন্দর শহরে সম্প্রতি মাদক সেবনের প্রবণতা বেড়ে গিয়েছে, যেখানে জনপ্রিয় হয়েছে আইস বা ক্রিস্টাল মেথামফেটামাইন নামে একটি মাদক।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version