পরীমণির সঙ্গে সম্পর্ক, চাকরি হারালেন পুলিশের পদস্থ কর্তা!

বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরীমণি মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেতে না পেতেই শুরু নতুন কাণ্ড। এবার তাঁর সঙ্গে রাত কাটানোর খেসারত দিতে হল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে। চাকরি হারালেন তিনি।

বোট ক্লাব সংক্রান্ত মামলার জেরেই এবার সমস্যায় পড়লেন সাকলায়েন। জানা যায় ওই ক্লাবের উদ্যোক্তাদের একজন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্তের তদারক কর্মকর্তা ছিলেন সদ্য চাকরি হারানো পুলিশ কর্তা । তিনি সেই সময় রাজারবাগের একটি বাড়িতে অভিনেত্রীর সঙ্গে রাত্রিবাস করেন বলে অভিযোগ। এরপর দুজনের মধ্যে সখ্যতা তৈরি হয়। সাকলায়েনের কথা প্রকাশ্যে আসার পরেই পরীমণি বলেন, ‘পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলব। তবে তিনি জানিয়েছেন, যদি তাঁর সঙ্গে সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, সেটা নিঃসন্দেহে অন্যায়।

 

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম