Thursday, May 15, 2025

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ! সপ্তাহ শেষেই রাজ্যের একাধিক প্রান্তে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

আসি আসি করেও দেখা মিলছে না বৃষ্টির (Rain)। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি তা নিয়েই বুধবার বড়সড় পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। একদিকে অতিসক্রিয় মৌসুমি বায়ুর কারণে ভাসছে উত্তরবঙ্গ। অন্যদিকে, বৃষ্টির আশায় এখনও দিন গুনছে দক্ষিণবঙ্গ। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে দক্ষিণবঙ্গে দাপট দেখাচ্ছে গরম। তবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে পাকাপাকিভাবে মুক্তি কবে? বুধবার সেকথাই স্পষ্ট করল হাওয়া অফিস।

বুধবার হাওয়া অফিস জানিয়েছে, জুনের শেষেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বর্ষা প্রবেশ করেছে। শুক্রবার থেকে বৃষ্টির দেখা মিলতে পারে। আর শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সেইসঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকালের দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে মেঘলা হতে পারে। শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তে শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। বুধবার সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরে চলছে প্রবল বৃষ্টি। বুধবারও সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমতে পারে।


Related articles

রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে আচার্যর আপত্তি কেন? দেখবে বিচারপতি ললিতের কমিটি

রাজ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose) আপত্তির কারণ...

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা...

মুখ্যমন্ত্রী হতে চেয়ে উন্নয়নে বাধা শুভেন্দুর, বাংলার ক্ষতি বিজেপির: তৃণমূল যোগ দিয়ে বিস্ফোরক বার্লা

লক্ষ্মীবারের দুপুরে পদ্ম শিবিরে যোগ ধাক্কা। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John...

দল নির্বাচনের আগে সিদ্ধি বিনায়কের মন্দিরে গৌতম গম্ভীর

ভারতীয় দল নির্বাচনের আগে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে(Siddhi Vinayak Temple) সস্ত্রীক গৌতম গম্ভীর(Gautam Gambhir)। আগামী মাসেই ইংল্যান্ডের(England) বিরুদ্ধে...
Exit mobile version