Wednesday, December 24, 2025

লোকসভায় বিপর্যয়ের পর বঙ্গ বিজেপির জেলা সংগঠনে ব‌্যাপক রদবদল হতে চলেছে

Date:

Share post:

ক্ষোভটা ভোটের আগে ইতিউতি ছিলই। কিন্তু বিপর্যয়ের পর সেটাই দাবানলের চেহারা নিয়েছে। দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঠিকরে বেরিয়ে আসছে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকারদের। লোকসভার ফল প্রকাশের দু’দিনের মধ্যে বিজেপির অন্দরে ক্ষোভের লাগাতার বিস্ফোরণ দেখা গিয়েছে।খোদ সঙ্ঘ পরিবার বেজায় ক্ষুব্ধ বঙ্গ বিজেপির আচরণে।ভোট মিটতেই দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে সময় নেননি দিলীপ ঘোষ। আসন বদল করে তাঁর পরাজয়ের পিছনে ‘কারসাজি’ বোঝাতে গিয়ে দলের ‘স্বঘোষিত কর্তা’র দিকেই আঙুল তুলেছেন তিনি।

দলে ‘বেসুরো’র সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে দিলীপ কাণ্ডে ‘মলম’ লাগাতে নতুন কিছু চিন্তাভাবনা করছেন বঙ্গ বিজেপির নেতারা।জেলাস্তরে বড়সড় সাংগঠনিক রদবদলের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। পুজোর মধ্যেই বদল হতে পারে প্রায় ১৫টি সাংগঠনিক জেলার সভাপতি। এমনই খবর গেরুয়া শিবির সূত্রে। আগস্টের আগে রাজ‌্য সভাপতি বদল হচ্ছে না। তার পরই জেলা সংগঠনে ব‌্যাপক রদবদল করা হবে। জেলা থেকে মণ্ডলস্তর ঢেলে সাজানো হবে।চব্বিশের লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে। একইসঙ্গে তিনশোর বেশি মণ্ডল সভাপতিও বদল করা হতে পারে। সিংহভাগ বুথ কমিটির খোলনলচেও ঢেলে সাজানো হবে।

কিছুদিন আগেই সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ‌্য বিজেপি নেতৃত্ব। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে। সেই মতো বিভিন্ন জেলায় পর্য়ালোচনা বৈঠক চলছে। মণ্ডল সভাপতি, জেলা ও জোন ইনচার্জ, বিধানসভা ইনচার্জদের নিয়ে এই বৈঠক হচ্ছে। জানা গিয়েছে, চলতি জুন মাসের মধ্যেই নিচুতলার রিপোর্ট জমা পড়বে রাজ‌্য কমিটির কাছে। তার পর সেই রিপোর্ট ঘষামাজা করে রাজ‌্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এরপরই হবে রদবদল।তাই এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে, আগামী দু—তিন মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির উপর খাঁড়া নামতে চলেছে, কার কার পদ যেতে পারে। তবে রদবদল যে হচ্ছে , তা নিশ্চিত।হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান—সহ একাধিক জেলায় সাংগঠনিক রদবদল অর্থাৎ সাংগঠনিক জেলার সভাপতি বদলের পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির।

 

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...