দেশবাসী চাইছেন না ভারত হিন্দু রাষ্ট্র হোক! লোকসভা নির্বাচনেই তা স্পষ্ট, ফের বিজেপিকে আক্রমণ অমর্ত্য সেনের

দেশে ফিরেই ফের বিজেপিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ স্পষ্ট ভাষায় জানালেন, সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফল বুঝিয়ে দিয়েছে, দেশের মানুষ চান না ভারত একটি হিন্দু রাষ্ট্র হোক। যা বিজেপি করতে চাইছিল। মানুষ চান ভারতের যে ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য তা অক্ষুণ্ণ এবং অটুট থাকুক। পাশাপাশি কংগ্রেসের গাছাড়া মনোভাবেরও সমালোচনা করেছেন নিজস্ব ভঙ্গিতে।

অমর্ত্য বলছেন, ভারত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। সকলের সমান অধিকার এবং ধর্মাচারণের সুযোগ করে দিয়েছে সংবিধান। এই বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে। দরিদ্রদের অবহেলা করা হয়েছে। ধনী-দরিদ্র ফারাক বিজেপির আমলে বেড়েছে। এর পরিবর্তন করতে হবে। কিন্তু বিজেপির যারা মন্ত্রী হয়েছেন তারা পূর্বতন সরকারে ছিলেন। ফলে খুব বেশি পরিবর্তন হওয়া মুশকিল। এই জায়গায় বিরোধীদের আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার মূল কারণ প্রাথমিক শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যে অবহেলা। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এবং এই বিষয়টি অবহেলা করে এসেছে। তাই এই পরিস্থিতি। একইসঙ্গে বিনা বিচারে জেলযাত্রারও তীব্র সমালোচনা করেন। বলেন, এসব ব্রিটিশ আমলে হতো। এখন কেন হবে। লড়াই করে এই পরিস্থিতির পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন- কেন্দ্রের তিন নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের প্রতিবাদে সরব বার কাউন্সিল

 

 

Previous articleকেন্দ্রের তিন নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের প্রতিবাদে সরব বার কাউন্সিল
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ