কেন্দ্রের তিন নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের প্রতিবাদে সরব বার কাউন্সিল

কেন্দ্রের অগণতান্ত্রিক তিনটি নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের নিন্দা ও প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের সদস্যরা। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনাম ২০২৩ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

à§§ জুলাই ভারতীয় দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি ১৯৭৩ ও ভারতীয় প্রমাণ আইন ১৮৭২-এর পরিবর্ত হিসেবে ওই তিন আইন কার্যকর হবে। বার কাউন্সিলের সদস্যরা তাঁদের সর্বসম্মত মতামত প্রকাশ করে জানান, নতুন আইন গণবিরোধী, অগণতান্ত্রিক, কঠোর। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। ও গণতান্ত্রিক ওই তিন আইন তীব্র বিরোধিতা করছি আমরা। প্রতিবাদে বার কাউন্সিল à§§ জুলাই ‘কালো দিবস’ হিসেবে পালন করবে।

আরও পড়ুন- বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির

Â