শহরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাইপাস এলাকায় একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সিজেআই-এর

শুক্রবারই শহরে এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। হাইকোর্টের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বাইপাস এলাকায় একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা সিজেআই-এর। তবে আদৌ সেখানে রাজ্যের অসমাপ্ত মামলা নিয়ে কোনও কথা হবে কিনা, তা নির্ধারিত হয়নি।

দেশের বিচার ব্যবস্থায় ব্যাপক আধুনিকীকরণ আনা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অন্য সিজেআই-দের থেকে অনেক বেশি নজর কেড়েছেন। সেই সঙ্গে সংবিধান রক্ষায় তাঁর বার্তা বারবার তাঁকে আলোচনায় এনে দিয়েছে। প্রধান বিচারপতি হয়ে প্রথমবার কলকাতায় এসেছেন তিনি শুক্রবার। যোগ দেন হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছর পূর্তি অনুষ্ঠানে।

শনিবার শহরের বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান বিচারপতি। সেখানেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীরও।