Sunday, May 4, 2025

একুশে জুলাই রক্তাক্ত হয়েছিল ধর্মতলা। সেই শহিদদের স্মরণেই প্রতি বছর সেখানে দিনটি পালন করে তৃণমূল। এর বাইরে ধর্মতলা এলাকা ব্লক করে কোনও জমায়েতে বিরোধী তিনি। কিন্তু রেষারেষি করে অন্য রাজনৈতিক দলও ওই জায়গায় জমায়েত করতে চায়। এই তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন মমতা।বৃহস্পতিবার, নবান্ন সভাঘরের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বলেন, তৃণমূল (TMC) একমাত্র ২১ জুলাই ধর্মতলায় করে। কারণ সেখানে শহিদের রক্তে মাটি ভিজেছিল। মমতা বলেন, ওই উদাহরণ দেখিয়ে আদালত BJP-CPIM সবাইকে অনুমতি দিচ্ছে। তাহলে রাস্তা চলবে কী করে! প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদালত তো তাদের বলবে যে সেখানে আমাদের ১৩টি ছেলে খুন হয়েছিল, সেই কারণে একুশে জুলাই পালন করা হয়। মমতা জানান, খাদ্য আন্দোলনের জায়গায় বামেরা সমাবেশ করে সেখানে তিনি বাধা দেন না।

ধর্না নিয়ে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকেও তুলোধনা করে জানান, “অভিষেকরা যখন রাজভবনের নর্থ গেটে ধরনায় বসেছিল তখন সেখানে ১৪৪ ধারা ছিল না। আজ যাঁরা সেই ইস্যু তুলে রাজনীতি করতে চাইছেন, তাঁরা জেনে রাখুন। আমরা যা করছি, ওদেরও তাই করতে হবে। দিল্লিতে বসতে দেয়? সংসদে স্পিকার নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেয় না।“





Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version