দলবদলে ফের চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে এবার মাদিহ তালাল

গত আইএসএলে পাঞ্জাব এফসি-র জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন মাদিহ তালাল।

আসন্ন মরশুমের জন্য দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করানোর পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক মাদিহ তালালকে সই করালো লাল-হলুদ। দুই বছরের চুক্তিতে মাদিহকে সই করায় ইস্টবেঙ্গল এফসি। এদিন এমনটাই জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল তালাল যোগ দিতে চলেছে। আর এদিন তাতে পরল শিলমোহড়।

গত আইএসএলে পাঞ্জাব এফসি-র জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন মাদিহ তালাল। মিডফিল্ডার হয়েও লিগে ২২ ম্যাচে ৬টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে ফেলেছেন তিনি। লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তাঁরই। আর এই ফুটবলারকে সই করিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের হেডস্যার কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেন, “ গত আইএসএলে তালাল শ্রেষ্ঠ প্লে মেকার হয়েছিলেন, ওকে আমরা দলে নিতে পেরে আনন্দিত। তালাল দিয়ামান্তাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ, নন্দ, বিষ্ণু, সায়ন এবং আমানের সঙ্গে জুটি বেঁধে আমাদের আক্রমণ বিভাগে শক্তি বাড়াবে। আমরা এই গুরুত্বপূর্ণ ডিলটি আমাদের পক্ষে করতে পেরে গর্বিত।“

অন্যদিকে লাল-হলুদে যোগ দিয়ে তালাল বলেন, “ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান বিশাল এবং এই কিংবদন্তি ক্লাবে আমার ভবিষ্যত জুড়তে পেরে আমি গর্বিত। আমি আমার দলের সতীর্থ এবং অসাধারণ সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।“

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে নিজের পরিকল্পনা জানিয়ে দিলেন রোহিত

Previous articleবিবাহিত মহিলাদের নিয়োগে ‘না’ Apple-র সহকারী সংস্থার! বিতর্ক শুরু হতেই রিপোর্ট তলব কেন্দ্রের 
Next articleকারও জমিদারি নয়! বেআইনি পার্কিং নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, বার্তা বিপজ্জনক বাড়ি-পুকুর ভরাট নিয়েও