Monday, May 19, 2025

তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ কবে? রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিধানসভার স্পিকার

Date:

Share post:

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তৃণমূলের দুই জয়ী বিধায়ক শপথ নিতে পারেননি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যপ্রণোদিত অসহযোগিতায় আটকে উন্নয়নের কাজ। এই অবস্থায় সমস্যা সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধ করে দ্রৌপদী মূর্মূকে (Draupadi Murmu) চিঠি লিখলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণের জটিলতা এবার রাজধানীর দরবারে।

লোকসভার অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ হয়েছে প্রধানমন্ত্রী থেকে জয়ী সাংসদদের। শপথ বাক্যপাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার। বাংলায় জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতেই শপথ নিতে। এই অবস্থায় জটিলতা বাড়িয়ে দিল্লি পালিয়ে গেছেন রাজ্যপাল। বৃহস্পতিবারই রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Bandopadhyay)। তিনি জানান, “বাংলার রাজ্যপাল দিল্লি চলে এসেছেন। ফলে দুই বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিধানসভার স্পিকার প্রস্তুত হচ্ছেন দিল্লিতে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। এরপর দরকার হলে বাংলার যত সাংসদ আছেন তাঁরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব এবং জানাবো বাংলার রাজ্যপাল রাজ্যের সঙ্গে যেভাবে আচরণ করছেন তা অসাংবিধানিক ও অনভিপ্রেত। এবং তাঁকে যেন নির্দেশ দেওয়া হয় যাতে তিনি রাজ্যপালকে নির্দেশ দেন যাতে তিনি বাংলায় ফিরে যান ও দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেন।” এই প্রসঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “প্রক্রিয়া জটিল করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির লোকের মতো আচরণ করছেন রাজ্যপাল। তৃণমূলের দুজন জিতে এসেছে সেটা যেমন বিজেপির সহ্য হয়নি তেমন ওনারও সহ্য হয়নি। তাই একটা জটিলতা তৈরি করে দিল্লি পালিয়ে গেলেন। মানুষের রায়কে অপমান করছেন রাজ্যপাল।”

এবার চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফোনে গোটা বিষয়টি উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও জানানো হয়েছে বলে খবর মিলেছে।

 

spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...