Wednesday, November 5, 2025

তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ কবে? রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন বিধানসভার স্পিকার

Date:

Share post:

তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তৃণমূলের দুই জয়ী বিধায়ক শপথ নিতে পারেননি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যপ্রণোদিত অসহযোগিতায় আটকে উন্নয়নের কাজ। এই অবস্থায় সমস্যা সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপের অনুরোধ করে দ্রৌপদী মূর্মূকে (Draupadi Murmu) চিঠি লিখলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণের জটিলতা এবার রাজধানীর দরবারে।

লোকসভার অধিবেশনের শুরুতে শপথ গ্রহণ হয়েছে প্রধানমন্ত্রী থেকে জয়ী সাংসদদের। শপথ বাক্যপাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার। বাংলায় জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার চাইছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতেই শপথ নিতে। এই অবস্থায় জটিলতা বাড়িয়ে দিল্লি পালিয়ে গেছেন রাজ্যপাল। বৃহস্পতিবারই রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP Sudip Bandopadhyay)। তিনি জানান, “বাংলার রাজ্যপাল দিল্লি চলে এসেছেন। ফলে দুই বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিধানসভার স্পিকার প্রস্তুত হচ্ছেন দিল্লিতে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। এরপর দরকার হলে বাংলার যত সাংসদ আছেন তাঁরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব এবং জানাবো বাংলার রাজ্যপাল রাজ্যের সঙ্গে যেভাবে আচরণ করছেন তা অসাংবিধানিক ও অনভিপ্রেত। এবং তাঁকে যেন নির্দেশ দেওয়া হয় যাতে তিনি রাজ্যপালকে নির্দেশ দেন যাতে তিনি বাংলায় ফিরে যান ও দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেন।” এই প্রসঙ্গে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “প্রক্রিয়া জটিল করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির লোকের মতো আচরণ করছেন রাজ্যপাল। তৃণমূলের দুজন জিতে এসেছে সেটা যেমন বিজেপির সহ্য হয়নি তেমন ওনারও সহ্য হয়নি। তাই একটা জটিলতা তৈরি করে দিল্লি পালিয়ে গেলেন। মানুষের রায়কে অপমান করছেন রাজ্যপাল।”

এবার চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফোনে গোটা বিষয়টি উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও জানানো হয়েছে বলে খবর মিলেছে।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...