বেঙ্গল মহিলা প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে জয় ছিনিয়ে নিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

এমকে-এর হয়ে প্রিয়াঙ্কা সরকার ২ উইকেট এবং স্নেহা গুপ্তা ১ উইকেট নেন।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছে মুর্শিদাবাদ কুইন্স ও লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। শুক্রবার ইডেন গার্ডেন্সে ফাইনালে মুখোমুখি হয় দুই দল। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স (এলএসকেটি) কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত সোবিস্কো বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের (মহিলাদের) প্রথম ট্রফিটি তুলে নিয়েছে। এদিন মুর্শিদাবাদ কুইন্স (এমকে) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। LSKT ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করে। ইপ্সিতা মন্ডল ৩২ বলে সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন এবং অধিনায়ক মিতা পল ২৪ রান করেন। এমকে-এর হয়ে প্রিয়াঙ্কা সরকার ২ উইকেট এবং স্নেহা গুপ্তা ১ উইকেট নেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এমকে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৫ রানে তাদের ইনিংস শেষ করে। সন্দীপ্ত পাত্র সর্বোচ্চ ৪৫ রান করেন এবং প্রিয়াঙ্কা সরকার ২১ রান যোগ করেন। LSKT-এর হয়ে মমতা কিস্কু এবং আরিকথা মান্না দুজনেই ২ উইকেট নেন এবং ৫ রানে জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা নির্বাচিত হন মিতা পল।

 

Previous articleশপথ জট কাটাতে উপরাষ্ট্রপতির সঙ্গে কথা অধ্যক্ষের
Next articleমুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হকার সমীক্ষা, পথে হাইপাওয়ার কমিটি