জিওর (Jio) দেখানো রাস্তায় এবার পা বাড়াল এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়াও (VI)। আগামী ৩ জুন থেকে নতুন আনলিমিটেড প্ল্যান (Unlimited Plan) আনতে চলেছে জিও। আর তারপরই প্রি পেইড ও পোস্ট পেইড-সহ সমস্ত প্ল্যানেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দুই টেলিকম সংস্থা। স্বাভাবিকভাবেই আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে গ্রাহকরা। তবে শুধু প্ল্যান ঘোষণাই নয় নতুন ট্যারিফের (Tarrif) তালিকাও প্রকাশ করেছে মুকেশ আম্বানির সংস্থা। আর জিও-র এমন সিদ্ধান্তের পরই একলাফে সমস্ত প্ল্যান বাড়ানোর কথা ঘোষণা করল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। মুলত কোম্পানির ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভা ভোট মিটিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য মোদি শপথগ্রহণ করতেই একলাফে বাড়তে চলেছে মোবাইলের খরচ।

এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কতখানি খরচ বাড়তে চলেছে

• ১৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ১৯৯ টাকা, ২ জিবি ডেটা ও ১০০ মেসেজের সুবিধা পাওয়া যাবে।
• ২৬৫ টাকার প্ল্যান যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।
• ২৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৪৯। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৫৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা, যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৯৯ টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।

Airtel announces revised mobile tariffs. These prices apply to all circles, including Bharti Hexacom Ltd. Circles. The new tariffs for all Airtel plans will be available on https://t.co/jASVh3skYf. in starting July 3rd, 2024. pic.twitter.com/3GL5vTF1xr
— ANI (@ANI) June 28, 2024
• ৪৫৫ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৫০৯ টাকা। প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজের সুবিধা মিলবে।
• ৪৭৯ ও ৫৪৯ টাকার প্ল্যানের দর বাড়ছে ১০০ টাকা করে।
• ৭১৯ টাকা প্ল্যান, যাতে ৮৪ দিন প্রতিদিন মেলে দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।
• ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। যাতে ৮৪ দিনের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।


Jio increased the maximum recharge limit –
The maximum recharge of Rs 60 has been made for 1.5 GB data pack.
Because on this pack, unlimited 5G was available in 5G smartphones even after the full 1.5 GB was spent.
Now you will get this facility on 2 GB pack.
1.5 GB = Rs… pic.twitter.com/QDupWmcI3T
— Kehkasha Qureshi (@KehkashaQu500) June 27, 2024
• বার্ষিক ১৭৯৯ টাকার প্ল্যানটির নতুন দাম হচ্ছে ১৯৯৯ টাকা।
• ২৯৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে একবছরের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।

এর আগে শেষবার ২০২১ সালের ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিতেই ২০-৪০ শতাংশ খরচ বাড়ানো হয়েছিল। তার আগে ট্যারিফ বাড়ানো হয়েছিল ২০১৯-এর ডিসেম্বর মাসে। তবে শুধু প্রি পেইড-ই নয় বাড়তে চলেছে পোস্ট পেইডের খরচও। উল্লেখ্য, বৃহস্পতিবারই জিও প্ল্যানের নয়া দাম ঠিক করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে নিজেদের ধারণা বদলে জিওর দেখানো পথেই হাঁটল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াও। সব টেলিকম সংস্থাই আগামী মাসের ৩ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
