Friday, November 7, 2025

একধাক্কায় বাড়ল খরচ! জিও-র দেখানো পথেই ‘পরিষেবা খরচ’ বাড়াচ্ছে Airtel-Vodafone

Date:

জিওর (Jio) দেখানো রাস্তায় এবার পা বাড়াল এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়াও (VI)। আগামী ৩ জুন থেকে নতুন আনলিমিটেড প্ল্যান (Unlimited Plan) আনতে চলেছে জিও। আর তারপরই প্রি পেইড ও পোস্ট পেইড-সহ সমস্ত প্ল্যানেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দুই টেলিকম সংস্থা। স্বাভাবিকভাবেই আচমকা এমন সিদ্ধান্তে বিপাকে গ্রাহকরা। তবে শুধু প্ল্যান ঘোষণাই নয় নতুন ট্যারিফের (Tarrif) তালিকাও প্রকাশ করেছে মুকেশ আম্বানির সংস্থা। আর জিও-র এমন সিদ্ধান্তের পরই একলাফে সমস্ত প্ল্যান বাড়ানোর কথা ঘোষণা করল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। মুলত কোম্পানির ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভা ভোট মিটিয়ে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য মোদি শপথগ্রহণ করতেই একলাফে বাড়তে চলেছে মোবাইলের খরচ।

এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কতখানি খরচ বাড়তে চলেছে

• ১৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ১৯৯ টাকা, ২ জিবি ডেটা ও ১০০ মেসেজের সুবিধা পাওয়া যাবে।
• ২৬৫ টাকার প্ল্যান যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।
• ২৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৪৯। এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৫৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা, যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
• ৩৯৯ টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।


• ৪৫৫ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৫০৯ টাকা। প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজের সুবিধা মিলবে।
• ৪৭৯ ও ৫৪৯ টাকার প্ল্যানের দর বাড়ছে ১০০ টাকা করে।
• ৭১৯ টাকা প্ল্যান, যাতে ৮৪ দিন প্রতিদিন মেলে দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।
• ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। যাতে ৮৪ দিনের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।


• বার্ষিক ১৭৯৯ টাকার প্ল্যানটির নতুন দাম হচ্ছে ১৯৯৯ টাকা।
• ২৯৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে একবছরের জন্য প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ।

এর আগে শেষবার ২০২১ সালের ডিসেম্বর মাসে টেলিকম ইন্ডাস্ট্রিতেই ২০-৪০ শতাংশ খরচ বাড়ানো হয়েছিল। তার আগে ট্যারিফ বাড়ানো হয়েছিল ২০১৯-এর ডিসেম্বর মাসে। তবে শুধু প্রি পেইড-ই নয় বাড়তে চলেছে পোস্ট পেইডের খরচও। উল্লেখ্য, বৃহস্পতিবারই জিও প্ল্যানের নয়া দাম ঠিক করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে নিজেদের ধারণা বদলে জিওর দেখানো পথেই হাঁটল এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াও। সব টেলিকম সংস্থাই আগামী মাসের ৩ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version