বৌবাজারের পরে সল্টলেক! ফের চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ৩

বৌবাজারের হস্টেল কাণ্ডে ১৪ জন গ্রেফতারের মধ্যেই ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। এ বার ঘটনাস্থল সল্টলেক। ইলেকট্রনিক কমপ্লেক্স (Electronic Complex) থানার পোলেনাইটে মোবাইল ফোন (Mobile Phone) চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।পুলিশ (Police) সূত্রের খবর, শনিবার সকালে বছর বাইশের প্রসেন মণ্ডল নামে এক যুবককে মোবাইল ফোন (Mobile Phone) চোর সন্দেহে বেশ কয়েকজন ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে তপন সরকার, হরসিৎ সরকার এবং শ্রীদাম মণ্ডল নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শ্রীদাম মণ্ডল বাংলাদেশের বাসিন্দা বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণ এবং অভিযুক্ত প্রত্যেকেই পোলেনহাট এলাকার বাসিন্দা। সূত্রের খবর জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নেন মোবাইল চুরির সন্দেহে প্রসেনকে বেধড়ক মারধর করে৷ তার জেরে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান অভিযুক্তরা৷






Previous articleআর্থিক প্রতারণা মামলায় শহর জুড়ে ইডির তল্লাশি
Next articleভারতের তিন–চার উইকেট দ্রুত চান ডি ভিলিয়ার্স