Saturday, August 23, 2025

মন্দিরে বৃষ্টির জল, রামপথে খানাখন্দ! অযোধ্যার বেহাল দশা নিয়ে কটাক্ষ তৃণমূলের

Date:

লোকসভা ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে ঢাকঢোল পিটিয়ে অযোধ্যায় রামমন্দির (Ayodhya Ram Temple) উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কেটেছে মাত্র ছ’মাস। তারই মধ্যে অভিযোগ, ছাদ চুঁইয়ে জল পড়তে শুরু করেছে রামমন্দিরে। যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার নতুন বিপত্তি। রামমন্দির যাওয়ার রাস্তা রামপথ জুড়ে দেখা দিয়েছে বিপজ্জনক সব খানাখন্দ, গাড্ডা! যেখান থেকে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের পোস্ট, অযোধ্যার রামপথ গুহায় চার দিনে তিনবার রামমন্দিরের ছাদ ফুটো! রাস্তার বেহাল দশা। অযোধ্যার ব্যর্থ পরিকাঠামো প্রমাণ করে জনগণের নিরাপত্তার তোয়াক্কা না করেই নির্বাচনের আগে রামমন্দির প্রকল্পে ছুটে গিয়ে তা উদ্বোধন করা হয়েছিল।”

সম্প্রতি, রামমন্দিরের ছাদ থেকে মন্দিরের (Ayodhya Ram Temple) ভিতরে জল পড়া এবং জল জমার অভিযোগ করেছিলেন খোদ মন্দিরের পুরোহিত। এখন ভারী বর্ষা চলছে উত্তরপ্রদেশে। দেখা গিয়েছে, প্রথম বৃষ্টিতেই রামমন্দিরগামী ১৪ কিলোমিটার দীর্ঘ রামপথে যত্রতত্র তৈরি হয়েছে খানাখন্দ। অনেকটা জায়গা জুড়ে জমেছে জলও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, ভোটের আগে রামনগরী অযোধ্যার যে আধুনিক পরিকাঠামোর বিজ্ঞাপন করেছিল যোগীর সরকার, তার বাস্তবতা কোথায়?

রামপথে খানাখন্দের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরে যোগী আদিত্যনাথ সরকার পিডব্লিউডি-র তিন ইঞ্জিনিয়ারকে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে। অযোধ্যার মেয়র জানিয়েছেন, ওই খানাখন্দের খবর পাওয়া মাত্র তা বোজানোরও ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন: নিউমার্কেটে দুপক্ষের ধুন্ধুমার, রাস্তা আটকে বিক্ষোভে হকাররা

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version