Friday, November 7, 2025

প্রচারে সুনককে জাতিবিদ্বেষী আক্রমণ! প্রতিবাদে গর্জে ওঠার বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Date:

৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। জোরদার প্রচারে নেমেছে শাসক-বিরোধী দুপক্ষই। সেই প্রচার চলাকালীনই দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak) জাতিবিদ্বেষী আক্রমণের অভিযোগ উঠল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের বিরুদ্ধে। পাল্টা গর্জে উঠেছেন সুনক।২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন সুনক। কিন্তু কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা গত কয়েকমাসে প্রায় তলানিতে। একের পর এক সমীক্ষায় প্রকাশ, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এই পরিস্থিতিতে দলের মতকে নস্যাৎ করে দ্রুত নির্বাচনের ঘোষণা করেন সুনক। ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঋষি। এই পরিস্থিতিতে জাতিবিদ্বেষের বিরুদ্ধেও লড়তে হচ্ছে তাঁকে।

ভোটপ্রচারে নেমে ব্রিটেনে (Britain) জোরদার প্রচার চালাচ্ছে রিফর্ম ইউকে পার্টি। হল ব্রিটেনে অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করার অ্যাজেন্ডা নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে তারা। ফলে তারা নিশানা করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনককে। তবে, শুধু সেখানেই থেমে থাকেনি নাইজেল ফারাজের দল। মুসলিমদের মসজিদ থেকে বের করে সেখানে পানশালা তৈরি করারও কথা বলেছেন রিফর্ম ইউকে পার্টির নেতারা।

এই মন্তব্য নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন ঋষি সুনক (Rishi Sunak)। তিনি বলেন, “আমার দুই মেয়েও দেখেছে ওই নেতার মন্তব্য। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হওয়ায় আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় আমি অত্যন্ত ব্যথিত। আমার ক্ষুব্ধ। এই বিষয়টি নিয়ে ইচ্ছা করেই কথা বলছি। কারণ এটার বিরুদ্ধে গর্জে ওঠা প্রয়োজন।“

ঘৃণাভাষণের অভিযোগে রিফর্ম ইউকে-র একাধিক প্রার্থীকে নাম প্রত্যাহার করতে হয়েছে। কিন্তু তাও তাদের বিদ্বেশমূলক মন্তব্য বন্ধ হয়নি।





Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version