Tuesday, November 4, 2025

রেকর্ড তাপপ্রবাহের পর রেকর্ড বৃষ্টি, রাজধানীতে প্রাণ গেল ৬জনের

Date:

দিল্লিতে বিগত ৮৮ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। কার্যত ভেসে গিয়েছে শহর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধুমাত্র তুলনায় পিছনের সারিতে থাকা দিল্লির বিভিন্ন এলাকা নয় বরং জলবন্দি হয়ে পড়েছে অভিজাত ‘ল্যুটিয়েন্স’ দিল্লিও। প্রবল বৃষ্টির ফলে ভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। পাম্প খারাপ হয়ে যাওয়ায় জল সরবরাহও বন্ধ। চরম দুর্ভোগে দিল্লিবাসী। ‘ল্যুটিয়েন্স’ দিল্লিতে বৃষ্টিপাতের জেরে ভেসে গিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের বাংলো, মন্ত্রী আতিশীর সরকারি বাসভবন।

ভারী বৃষ্টির জেরে দিল্লির আনন্দ বিহারে নির্মীয়মাণ একটি দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। শনিবার তাঁদের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নিউ দিল্লির উসমান এলাকায় বৃষ্টির জলে ভর্তি এলাকায় খেলতে গিয়ে ডুবে যায় ১০ বছরের দুই বালক। সেই দিনই শালিমার বাগ এলাকায় জলে ভর্তি আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় ডুবে যান এক ব্যক্তি। এদিকে, দিল্লির কিষাণগঞ্জ আন্ডারপাসে জল জমে যাওয়ার আটকে পড়ে একটি বাস। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের উদ্ধার করে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রবল বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকায় বিদুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার এবং রবিবারও দিল্লি-সহ গোটা উত্তর ভারতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। একদিনের বৃষ্টিতেই যদি এই হাল হয়, তাহলে একটানা বৃষ্টিতে কী পরিস্থিতি হবে? আপাতত এ প্রশ্নই তুলছেন দিল্লিবাসী।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version