Saturday, August 23, 2025

ইউরো কাপের আরেক প্রি-কোয়ার্টার ফাইনালে আজ জার্মানির সামনে ডেনমার্ক

Date:

আজ থেকে শুরু ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ। শনিবার ইউরোয় প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালি বনাম সুইজারল্যান্ডের পর দ্বিতীয় ম্যাচে নামছে জার্মানি। দাপটে গ্রুপ পর্বের বাধা টপকে শনিবার ইউরোয় নক আউট অভিযান শুরু করছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শেষ ষোলোয় জুলিয়ান নাগেলসম্যানের দলের প্রতিপক্ষ ডেনমার্ক। গ্রুপ পর্বে তিনটি ম্যাচই ড্র করেছেন ক্রিশ্চিয়ান এরিকসেনরা। ম্যাচ না জিতলেও ড্যানিশদের সাহসী ফুটবল নিয়ে সতর্ক জার্মান কোচ। ফেভারিটদের বিরুদ্ধে অঘটন ঘটানোর ক্ষমতা রাখে ডেনমার্ক। ৩২ বছর আগে ইউরো চ্যাম্পিয়নও হয়েছে তারা।

ঘরের মাঠে নজর কাড়ছে জার্মানি। জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্ৎজ, কাই হাভার্টজদের আক্রমণাত্মক ফুটবল স্বপ্ন দেখাচ্ছে জার্মানদের। তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল তারা। নিকোলাস ফুলক্রুগের সংযুক্ত সময়ের গোলে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় জার্মানি। তার উপর ডেনমার্ক ম্যাচের আগে চিন্তা ছিল দলের সেন্টার ব্যাক আন্তোনিও রুডিগারের চোট নিয়ে। জার্মান শিবিরে স্বস্তি ফিরেছে শুক্রবার রুডিগার দলের সঙ্গে অনুশীলন করায়। ডেনমার্কের বিরুদ্ধে সম্ভবত শুরু করবেন অভিজ্ঞ ডিফেন্ডার।

কোচ নাগেলসম্যান বলেছেন, ‘‘নক আউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে সুইসদের বিরুদ্ধে আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম। ভালই হয়েছে, নিজেদের পরীক্ষা করে নিতে পেরেছি। পিছিয়ে পড়েও ফিরেছি। ডেনমার্ক শক্ত প্রতিপক্ষ। আমাদের স্পিরিট ধরে রাখতে হবে।’’ ড্যানিশ কোচ ক্যাসপার জুলমন্ড বলেছেন, ‘‘আমরা নিজেদের ট্যাকটিক্সে আস্থা রাখি। বল নিজেদের দখলে রেখে সাহসী ফুটবল খেলতে হবে। আমরা আন্ডারডগ। এই মনস্তত্ত্বেই জার্মানিকে চাপে রাখতে চাই।’’

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের ফাইনালের পিচ কেমন, কতটা সাহায্য পাবেন ব্যাটাররা ?


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version