Thursday, November 27, 2025

মডেলিং থেকেই প্রথমবারেই IAS, পরীক্ষায় বসেছিলেন তো ওম বিড়লার কন্যা!

Date:

Share post:

দ্বিতীয়বার তাঁর অধ্যক্ষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল INDIA। কোনও ক্রমে ধ্বনি ভোটে জয়ী হয়ে লোকসভার স্পিকার হয়েছেন ওম বিড়লা (Om Birla)। কিন্তু তার পরেও আবার বিতর্ক। এবার কারণ তাঁর ছোট কন্যা। মডেলিং করতে করতেই প্রথমবার IAS এন্ট্রাস দিয়ে সুযোগ পান ওম বিড়লার কন্যা অঞ্জলি। এখন রেলেওয়ে কর্মরতা তিনি। কিন্তু আদৌ কি তিনি UPSC পরীক্ষা দিয়েছেন তিনি! প্রশ্ন তুলেছেন নেটিজনরা। প্রশ্ন তোলার প্রধান কারণ, সাম্প্রতিক NTA-র প্রবেশিকা পরীক্ষা কেলেঙ্কারি। কারণ ২০১৯-এ প্রথমবার স্পিকার হন ওম বিড়লা। আর সেই বছরেই প্রথমবার প্রবেশিকা পরীক্ষা দিয়ে IAS হন তাঁর মেয়ে।প্রথমবার প্রবেশিকা পরীক্ষা দিয়ে IAS হয়ে প্রশংসা কুড়োন অঞ্জলি বিড়লা (Anjali Birla)। ওম ও অমিতা বিড়লার দ্বিতীয় সন্তান অঞ্জলি। বাবা রাজনীতিবিদ হলেও স্পিকারের কন্যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ২০১৯-এ প্রথমবারে অঞ্জলি UPSC পরীক্ষা দেন। ২০২০ সালে ফল প্রকাশ হয়। তালিকায় ৬৭ নম্বরে নাম ছিল অঞ্জলির। রোল নম্বর ০৮৫১৮৭৬। ৯৫৩ নম্বর পেয়েছিলেন তিনি। রাজস্থানের কোটার সোফিয়া স্কুল থেকে পাশ করে দিল্লির রামজস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেন ওম বিড়লার ছোট মেয়ে। এর পর বেশ কিছুদিন মডেলিং করেন তিনি। কন্যাদের কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেননি বিড়লা দম্পতি। কিন্তু হঠাৎই UPSC পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিলেন বলে জানাচ্ছেন অঞ্জলি। এক্ষেত্রে তাঁর বাবাই তাঁর রোল মডেল- জানান ওম-কন্যা। IAS হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতি পদক্ষেপে দিদি আকাঙ্খা বিড়লা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলেও জানান অঞ্জলি। বর্তমানে রেল মন্ত্রকের কর্মরত তিনি।

তবে, নেট নাগরিকদের একাংশের অভিযোগ, ওম বিড়লার মেয়েও দুর্নীতি করেই আইএএস অফিসার হয়েছেন। তিনি আদৌ UPSC পরীক্ষাই দেননি। শুধুমাত্র বাবার নামের জোরেই তাঁর নাম তালিকায় ওঠে।

যদিও অভিযোগ উড়িয়ে অঞ্জলি জানিয়েছেন, সব নিয়ম মেনেই অন্যান্য পরীক্ষার্থীদের মতোই পরীক্ষায় বসেছিলেন তিনি। কঠোর পরিশ্রমেই মিলেছে সাফল্য। তবে বিতর্কে জড়ানোর পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ত্যাগ করেছেন অঞ্জলি। 




spot_img

Related articles

ক্যান্সারে আক্রান্ত শ্রাবণী, সাহায্যের আবেদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্রাবণী বণিক (Shraboni Banik)। অভিনেত্রী হলেও, এই চিকিৎসার জন্য আর্থিক...

SIR-ই দায়ী: উত্তরপ্রদেশে দুদিনে ২ BLO আত্মঘাতী, ১জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

চলতি এসআইআর প্রক্রিয়াকে দায়ী করে যোগীরাজ্যে এবার বিএলও-দের মৃত্যু মিছিল। কখনও ইনিউমারেশন প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে...

রহস্যজনক! কে বানালো ভোটার তালিকা তৈরির অ্যাপ, কমিশনকে প্রশ্ন তৃণমূলের

একদিকে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের মারফৎ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও নতুন করে ভোটার তালিকা তৈরির জন্য...

প্রতিশ্রুতি পালন করেননি আনন্দ বোস! রাজভবনে অভিযোগপত্র হাতে চোপড়ার সন্তানহারা পরিবার

উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত শিশুদের পরিবার এলো রাজভবনে। সেখানে রাজ্যপাল সি ভি...