Sunday, May 4, 2025

বিকল মহাকাশযানে পৃথিবীর বুকে ফেরা এখন প্রশ্নের মুখে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামের। এই ঘটনায় প্রশ্নের মুখে নাসা-র দায়িত্ববোধ। যে স্টারলাইনারে মহাকাশে পাড়ি দেন সুনিতা ও সঙ্গী ব্যারি উইলমোর, সেটি গত এক বছর ধরে বাতিল হয়েছে মহাকাশযানের বিকল হওয়ার জন্য। দেখা গিয়েছিল প্রযুক্তিগত ত্রুটি। তারপরেও সেই যানেই মহাকাশে পাড়ি দিয়ে এখন ফেরা নিয়ে প্রশ্নের মুখে সুনিতা।

নাসা-বোয়িংয়ের স্টারলাইনার এক বছর আগে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। ১৫০ কোটি ডলারের এই প্রকল্প সফল করতে মরিয়া ছিল নাসা। ফলে দীর্ঘ প্রচেষ্টার পর ফের স্টারলাইনারকে আকাশে ওড়াতে সক্ষম হয় নাসা। যদিও দুবার সেই মিশনও ব্যর্থ হয়। ৬ মে ও ১ জুন উড়ান বাতিল হওয়ার সময়ও এই মহাকাশযান থেকে হিলিয়াম লিকের ঘটনা সামনে আসে।

যান্ত্রিক ত্রুটিতে মহাকাশযানের ফেরা নিয়ে প্রশ্ন ওঠার পরে বোয়িংয়ের সাফাই, মহাকাশচারীরা এখনই ফিরতে চান না। এখনও তাঁদের জন্য পর্যাপ্ত রসদ রয়েছে। ফলে যান্ত্রিক ত্রুটি মেরামত হওয়া পর্যন্ত তাঁরা মহাকাশে থাকতে পারেন। ইতিমধ্যেই ২৪ জুন একটি স্পেশওয়াক সম্পন্ন হয়েছে। ২ জুলাই আরও একটি স্পেশওয়াক পরিকল্পনা করা হয়েছে। তার পরে ছাড়া সুনিতাদেরও পৃথিবীতে ফেরা সম্ভব নয় বলেই নাসা জানাচ্ছে।

যদিও এই সমস্যার পরে নাসা ও বোয়িং উভয় সংস্থাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি বোয়িংয়ের অন্যান্য বাণিজ্যিক পরিবহনের ক্ষেত্রে যে ধরনের প্রযুক্তিগত ত্রুটি থাকে, এক্ষেত্রেও সেই রকম হয়েছে। তার পরেও বোয়িং-কে স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়ায় সমালোচনার মুখে নাসা।

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version