Wednesday, August 27, 2025

কয়েক ঘণ্টার মধ্যেই ঝেপে বৃষ্টি, সতর্কতা জারি হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে যে বৃষ্টির পূর্বাভাস ছিল শুক্রবার তা অক্ষরে অক্ষরে মিলে গেল। উইকেন্ডেও চলবে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ এবং আগামিকাল পুরোদস্তুর বর্ষার আমেজ উপভোগ করবেন সাধারণ মানুষ। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া , দুই বর্ধমান, দুই মেদিনীপুরে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। উপকূল ও পূর্ব দিকের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা (Heavy Rain forecast in North Bengal) জারি করা হয়েছে।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।কলকাতায় দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলছে না এখনই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জেলায়। পার্বত্য এলাকা-সহ উপরের দিকের পাঁচ জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। রাতভর বৃষ্টির জেরে নতুন করে ধস বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কে। লিকুভির এবং ২৮ মাইলের মাঝে ধস নামায় বন্ধ শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং কালিম্পংয়ের সড়ক যোগাযোগ। ঘুরপথে চলছে গাড়ি।

এর পাশাপাশি লাদাখে নদীতে জল বাড়ায় সেনা ট্যাংক ভেসে যাওয়ার খবর মিলেছে। একাধিক জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...
Exit mobile version