Tuesday, November 4, 2025

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরও এক জঙ্গিকে চেন্নাই থেকে গ্রেফতার করে রাজ্যে নিয়ে এল বেঙ্গল এসটিএফ। আনোয়ার শেখ নামে ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসাবে চেন্নাই গিয়েছিল। এক্ষেত্রেও তদন্তে উঠে আসছে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এমন এক নাম যার পরিচয় বা আপাত আচার ব্যবহার দেখে কোনওভাবেই জঙ্গি সংগঠনের সদস্য বলে অনুমান করাই সম্ভব নয়।

প্রতিবেশী দেশের সাম্প্রতিক মাথাচাড়া দিয়ে ওঠা শাহাদাত মডিউলের ক্ষেত্রে দেখা গিয়েছে সংগঠন বাড়ানোর দিকেই ঝোঁক তাদের বেশি কাজ করছে। মোবাইলে নিজস্ব অ্যাপের মাধ্যমে নীতি আদর্শের দিকে মিল থাকা যুবক যুবতীদের সংগঠনের সদস্য করার কাজ চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর মাথারা। সেই মতোই কাঁকসার কলেজ ছাত্রকে প্রথম গ্রেফতারিতেও মগজ ধোলাইয়ের তত্ত্ব পেয়েছেন তদন্তকারীরা।

কাঁকসার কলেজ পড়ুয়া ও হাওড়া স্টেশনে গ্রেফতার হওয়া যুবকের সূত্র ধরেই চেন্নাই থেকে আনোয়ারকে গ্রেফতার করে এসটিএফ। দুই সঙ্গী গ্রেফতার হওয়াতেই চেন্নাইতে সে গা ঢাকা দিয়েছিল বলে দাবি, তদন্তকারীদের। অন্যদিকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ায় বাংলাদেশেও সাম্প্রতিককালে শাহাদাত মডিউলের জঙ্গিদের গ্রেফতারি নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গেও যোগাযোগ রাখছে এসটিএফ।

শুক্রবার চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক অধ্যুসিত এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতারের পরই চেন্নাই আদালতে তাকে পেশ করা হয়। ফের শনিবার তাকে ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version