সামান্য বচসা থেকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল হুগলির পান্ডুয়ার দ্বারবাসিনী এলাকায়। দু’জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম আশিস বাউল দাস। ২৬ বছর বয়সি ওই যুবক দ্বারবাসিনীরই গরুইগেঁড়ে গ্রামের বাসিন্দা।জানা গিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় একটি মেলা দেখে মোটরবাইকে চেপে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন আশিস। বাড়ি থেকে কিছুটা দূরে গমুকপাটি এলাকায় মনসা পুজো হচ্ছিল। সেখানে লাউডস্পিকারে গান বাজানো নিয়ে গন্ডগোল চলছিল।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে বেসরকারি হাসপাতাল হয়ে শনিবার বিকেলে কলকাতা নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে আসা হয় ইমামবাড়া সদর হাসপাতালে। রবিবার, সেখানেই ময়নাতদন্ত হয়। ঘটনায় পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আশীষের পরিবার।