জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, টালিগঞ্জ অগ্রগামীকে হারালো ৭-১ গোলে

খেলার ১২ মিনিটেই, শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। এদিন টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু বিনো জর্জের ছেলেরা। যত সময় এগিয়েছে ততই একের পর এক গোল তুলে নিয়েছে লাল-হলুদ। প্রথমর্ধে শ্যামল বেসরা ও আমন সিকের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে সায়ন বন্দোপাধ্যায়কে নামিয়ে চাপ আরও বাড়িয়ে দেন বিনো জর্জ।

খেলার ১২ মিনিটেই, শ্যামল বেসরার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার ৪৩ মিনিটে, ফের গোল। এবার আমান সিকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লাল হলুদকে। দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও খেলায় ফেরে টালিগঞ্জ। তাদের হয়ে একমাত্র গোলটি করেন সঞ্জয় শর্মা। দুর্দান্ত শটে গোল করেন তিনি। খেলার ৬৫ মিনিটে, পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল করায় টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন জেসিন টিকে। এতেও থামেনি লাল-হলুদ। তার কয়েক মুহূর্ত বাদে আবার গোল করেন তিনি। জেসিনের জোড়া গোলের সুবাদে, ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে পঞ্চম গোল করেন সুব্রত মুর্মু। বাঁ দিক থেকে সায়নের ক্রস মাথা ছুঁইয়ে গোল করেন। ৮৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল অনন্তু এস-এর। সংযুক্তি সময়ে ইস্টবেঙ্গলের সপ্তম গোল সায়ন বন্দোপাধ্যায়ের।

আরও পড়ুন- বিরাট-রোহিতের পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন জাদেজা


Previous articleবিরাট-রোহিতের পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন জাদেজা
Next articleটি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআই-এর