Saturday, December 6, 2025

হুগলিতে ক্রেতা সেজে সোনার গয়না নিয়ে চ.ম্পট দুই দু.ষ্কৃতীর!

Date:

Share post:

রাজ্য জুড়ে গত কয়েক দিনে একের পর এক গয়নার দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। এ বার সেই তালিকায় নয়া সংযোজন হুগলির চণ্ডীতলা। জানা গিয়েছে, ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসে দুই যুবক। তারা মাদুলি কিনতে চান। দোকানদার যখন তাদের মাদুলি দেখানোর জন্য ব্যস্ত, তখনই দু’জন গয়নাগাটি নাড়াচাড়ডা করে দেখতে শুরু করেন। সেই সময় দোকানে ক্রেতাদের সংখ্যাও কম ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক জন দোকানের কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন। তার পর একটার পর একটা গয়না দেখতে শুরু করেন। অন্য জন তত ক্ষণে পৌঁছে যান দোকানের গেটের সামনে। ড্রয়ার খুলে গয়না দেখতে দেখতে আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দু’জন দৌড় দেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তারা চম্পট দেয়।

ওই দোকানের মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। তার ছেলে শেখ জিশান একাই ছিল দোকানে। সে কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দু’জনেই হিন্দিতে কথা বলছিল। তারা ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে । এলাকায় আগে তাদের কেউ দেখেনি। তাঁর দাবি, প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। হুমকি দিয়ে দোকান লুট করেছে দুষ্কৃতীরা।ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই চক্রের সঙ্গে বড় কোনও গ্যাং জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...