Friday, January 2, 2026

হুগলিতে ক্রেতা সেজে সোনার গয়না নিয়ে চ.ম্পট দুই দু.ষ্কৃতীর!

Date:

Share post:

রাজ্য জুড়ে গত কয়েক দিনে একের পর এক গয়নার দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। এ বার সেই তালিকায় নয়া সংযোজন হুগলির চণ্ডীতলা। জানা গিয়েছে, ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসে দুই যুবক। তারা মাদুলি কিনতে চান। দোকানদার যখন তাদের মাদুলি দেখানোর জন্য ব্যস্ত, তখনই দু’জন গয়নাগাটি নাড়াচাড়ডা করে দেখতে শুরু করেন। সেই সময় দোকানে ক্রেতাদের সংখ্যাও কম ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক জন দোকানের কর্মীকে রুপোর মাদুলি দেখাতে বলেন। তার পর একটার পর একটা গয়না দেখতে শুরু করেন। অন্য জন তত ক্ষণে পৌঁছে যান দোকানের গেটের সামনে। ড্রয়ার খুলে গয়না দেখতে দেখতে আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দু’জন দৌড় দেন বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য দেখা গিয়েছে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই তারা চম্পট দেয়।

ওই দোকানের মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। তার ছেলে শেখ জিশান একাই ছিল দোকানে। সে কিছু বোঝার আগেই সোনার চেন, আংটি পকেটে ভরে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দু’জনেই হিন্দিতে কথা বলছিল। তারা ভিন্‌রাজ্যের বাসিন্দা হতে পারে । এলাকায় আগে তাদের কেউ দেখেনি। তাঁর দাবি, প্রায় আড়াই লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। হুমকি দিয়ে দোকান লুট করেছে দুষ্কৃতীরা।ইতিমধ্যেই চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই চক্রের সঙ্গে বড় কোনও গ্যাং জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

 

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...