Wednesday, August 20, 2025

ভুবনজয়ী ভারত, আবেগে ভাসলেন অমিতাভ থেকে আয়ুষ্মান! সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস বলিউডের

Date:

Share post:

শনিবার রাতে ইতিহাস তৈরি করে বিশ্বসেরা হয়েছে ভারতীয় ক্রিকেট দল। সাত রানে দক্ষিণ আফ্রিকাকে (India won by 7 runs) হারানোর পরই বার্বাডোজের মাঠ ভিজলো ভারতীয় ক্রিকেটারদের চোখের জলে, একই আবেগ ধরা পরল বলিউডেও। কেঁদে ফেললেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।’চ্যাম্পিয়ন’দের শুভেচ্ছা জানিয়ে নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana), কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডেরা। খুশির মেজাজ আলিয়া ভাট, কাজল, রবিনা ট্যান্ডনের মতো অভিনেত্রীদের চোখেমুখেও।

অমিতাভ কত বড় ক্রিকেট ভক্ত সে কথা সকলেরই জানা। তিনি খেলা দেখলে ভারত হেরে যায় বলে একটানা ম্যাচ দেখা ছেড়ে দিয়েছেন, যাতে অন্তত টিম ইন্ডিয়া জিততে পারে। গত বছর ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে টিম ইন্ডিয়ার পরাজয় দেখে ভেঙে পড়েছিলেন মেগাস্টার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup Final) যেভাবে দাপটে দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করলো টিম ইন্ডিয়া, তাতে স্বমেজাজে ধরা দিলেন অমিতাভ। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘চোখের জল গড়িয়ে পড়ছে….টিম ইন্ডিয়ার এই আনন্দাশ্রুতে যেন সবাই এক হয়ে গিয়েছে। ইন্ডিয়া বিশ্বচ্যাম্পিয়ন। ভারতমাতার জয়। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ’।

বলিউডের ‘ভিকি ডোনার’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মহারাজের ভূমিকায় কাজ করছেন। ক্রিকেট তার বরাবরের প্রিয় খেলা। জয়ের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) ক্যাপশনে লেখেন, ‘আনন্দের অশ্রু! এই সময় ১৪০ কোটি মানুষের এক ‘জায়েন্ট হাগ’-এর। আহা কী ম্যাচ! কী ভালো একটা গ্রুপ! লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিল এই ভারতীয় দল। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! ক্রিকেটের সুপার পাওয়ার…’।

দীর্ঘ অপেক্ষার পর রোহিত-বিরাটদের এই জয়ে উচ্ছ্বসিত বরুণ ধাওয়ান (Varun Dhawan), অনিল কাপুর, অনুপম খের, রবিনা ট্যান্ডন, রণদীপ হুডারাও। আনন্দে ভাসছেন কাজল (Kajol), ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করছেন অনন্যা। বলিউডের ‘চন্দু চ্যাম্পিয়ন’ কার্তিক আরিয়ান (Kartik Aryan) বলছেন এটা সত্যিই ঐতিহাসিক জয়।

পিছিয়ে নেই টলিউডও (Tollywood)। ভারত ভুবনজয়ী হতেই রাস্তায় তেরঙ্গা পতাকা নিয়ে নেমে পড়লেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মজার ছলে বললেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”

 

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...