Wednesday, August 27, 2025

বিরাট-রোহিতের পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন জাদেজা

Date:

বিরাট কোহলি-রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন রবীন্দ্র জাদেজা। এদিন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা জানান জাড্ডু। গতকাল টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানান বিরাট-রোহিত। আর এদিন অবসরের কথা জানান জাদেজা।

এদিন বিশ্বকাপ ট্রফি হাতে একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন, “ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গর্বিত ঘোড়া যেমন মাথা উঁচু করে চলে, আমিও তেমন দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখনও সেটা টেস্ট এবং এক দিনের ক্রিকেটে করার চেষ্টা করব। আমার স্বপ্ন ছিল টি-২০ বিশ্বকাপ জয়। তা সত্যি হয়েছে।“ ভারতের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন জাড্ডু। করেছেন ৫১৫ রান। নিয়েছেন ৫৪টি উইকেট।

গতকাল বিশ্বকাপ জয়ের পরই অবসরের কথা জানিয়ে বিরাট বলেন, “ এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। ঠিক যেটা অর্জন করতে চেয়েছিলাম সেটাই করেছি। মাঝে মাঝে এটা মনে হয় যে আপনি হয়তো রান পাচ্ছেন না। তার পরেই একটা বড় রান চলে আসে। আসলে আমার কাছে ব্যাপারটা ছিল, হয় এখন, না হলে কখনও নয়। এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।“

এরপর সাংবাদিক সম্মেলনে রোহিত বলএন, “ এটাই ভারতের হয়ে আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-২০ খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফর্ম্যাটে ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।“

আরও পড়ুন- ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে কী বললেন দ্রাবিড় ?


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version