Thursday, December 18, 2025

কবে খোলা হবে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? রথযাত্রার আগেই মুখ খুললেন ওড়িশার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রথযাত্রার (Rath Yatra) পরেই কী খোলা হবে নাকি তার আগেই? পুরীর মন্দিরের (Puri Jagannath Temple) রহস্যময় ভাণ্ডার ঘিরে ক্রমশ কৌতুহল বাড়ছে ভক্তদের। রথযাত্রার পরই এই রহস্যময় ভাণ্ডার (Ratna Bhandar) খোলা হবে বলে আগেভাগেই ঘোষণা করেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ। কিন্তু, সেই তথ্যকেই ফুঁৎকারে উড়িয়ে দিয়েছিল ওড়িশা সরকার (Odissa Govt)। এবার সেই রত্নভাণ্ডার খোলা প্রসঙ্গেই বড়সড় আপডেট ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী মোহন মাঝির (Mohan Majhi)।

রবিবার ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন বলেন, ‘জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খুব শীঘ্রই খোলা হবে।’ এদিন ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে নতুন বিধায়ক এবং সাংসদদের সম্বর্ধনা দিতে যান মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সকলের মনে এখন একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি জবাব দিচ্ছি। রত্নভাণ্ডার খুব শীঘ্রই খোলা হবে। খতিয়ে দেখা হবে ভাণ্ডারে গচ্ছিত থাকা জগন্নাথদেবের সমস্ত অলঙ্কার। যদি কোনও অনিয়ম ধরা পড়ে এবং কেউ দোষী সাব্যস্ত হয়, তবে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।’

কিন্তু মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, এসব মন্তব্য করেই ওড়িশাবাসীকে ধোঁয়ার মধ্যে রাখতে চাইছে বিজেপি। যেখানে নবীন পট্টনায়ক সরকারকে সরিয়ে বিজেপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে ওড়িশাবাসী। লোকসভা ভোটের আগে এই রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি। আর ভোটে জিতে ক্ষমতায় আসতেই এবার রত্নভাণ্ডারের দরজা খোলা নিয়ে ‘ভাঁওতাবাজি’ শুরু মোদি সরকারের। উল্লেখ্য, ৮ জুলাই পুরীর মন্দিরের এই ভাণ্ডার খোলার দিন ঘোষণা করে বিপাকে পড়েন ASI-এর সুপারইনটেনডেন্ট। তবে সেই দাবিকে খারিজ করে দেন ওডিশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। আইনমন্ত্রী বলেন, ৮ জুলাই রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে এখনও কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি। তিনি বিভ্রান্তি তৈরি করছেন। ওই সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি খতিয়ে দেখে রত্ন ভাণ্ডার খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...