Wednesday, August 27, 2025

নিজেদের অ.পদার্থতা ঢাকতে অকারণে আমাকে ফাঁ.সাচ্ছে পুলিশ, বি.স্ফোরক অভিযোগ সুবোধের

Date:

বিহারের বেউর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি। ২০২২ সালে রানিগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের চেষ্টার অভিযোগের তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে চাইছেন রাজ্যের গোয়েন্দারা। রবিবার সেই অনুযায়ী বিহার পুলিশের টিম আসানসোল আদালতে নিয়ে আসে সুবোধকে। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় বিস্ফোরক মন্তব্য কুখ্যাত গ্যাংস্টারের। প্রিজন ভ্যানে উঠতে উঠতে সুবোধ স্পষ্ট বলে, ‘আমি ছয় বছর ধরে জেলে আছি। অকারণে আমাকে ফাঁসাচ্ছে। পুলিশের কোনও কাজ নেই, এরা অপদার্থ। নিজেদের অপদার্থতার জন্য আমার উপর সব দায় চাপাচ্ছে।’

উল্লেখ্য, আসানসোল আদালতের নির্দেশ ছিল তিন তারিখের মধ্যে বিহারের বেউর জেল থেকে আদালতে নিয়ে আসতে হবে সুবোধকে। সেই অনুযায়ী রবিবার সুবোধকে নিয়ে আসা হয় আসানসোল আদালতে। কিন্তু মামলাটি যেহেতু এডিজে ওয়ানের এজলাসে রয়েছে, তাই বিশেষ আদালতে এদিন সেটির শুনানি হয়নি। আসানসোল বিশেষ আদালতে সুবোধকে পেশ করা হলে বিচারক অভিযুক্তের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামিকাল ফের সুবোধকে পেশ করা হবে আসানসোল এডিজে ওয়ানের এজলাসে। রাজ্যের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড এই সুবোধ সিং। ২০২২ সালে রানিগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে ডাকাতি ও তাঁকে অপহরণের চেষ্টা করেছিল ডাকাত দল। চলেছিল গুলির লড়াই। তিনজন গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় ধৃত চার ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে সুবোধের নাম উঠে আসে। জানা যাচ্ছে সেই মামলার তদন্তেই সুবোধকে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিআইডি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version