সামজিক ব্যাধির শিকড় বেশ গভীরে! প্রশাসনের সতর্কতা সত্ত্বেও ফের গণপিটুনিতে মৃত্যু তরুণের! এবার ঘটনাস্থল ঝাড়গ্রাম (Jhargram)। জনরোষের শিকার হয়ে হাসপাতালে ভর্তি তরুণের বন্ধুও। ছেলেধরা সন্দেহে উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক গণপিটুনির ঘটনার রেশ কাটতে না কাটতে পর পর দুদিন মোবাইল ফোন চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে কলকাতা ও সল্টলেকে। হুগলিতে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারান এক তরুণ। এবার ঝাড়গ্রামে (Jhargram) এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি (Lynching) দিয়ে খুন করার অভিযোগ উঠল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সেদিন খাটখুরা এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। একটি গাড়িতে ঠিকাদারি সংস্থার মালপত্র রাখা ছিল। সেখান থেকেই চুরির যাচ্ছিল বলে অভিযোগ ওঠে। সৌরভদের সেখানে দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা।
মৃতের বাবা অবনী সাউ জানান, “মায়ের স্কুটি নিয়ে সেদিন বাড়ি থেকে বেরিয়ে ছিল সৌরভ। সঙ্গে এক বন্ধুও ছিল। মানুষ ওদের চোর সন্দেহে মারধর করে। জামবনি থানার পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে পেরে হাসপাতালে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি, আমার ছেলে ও তার বন্ধু ভর্তি রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ২২ তারিখই ওই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলাচ্ছে পুলিশ।