কামারহাটিতে কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমাকে হে.নস্থার অভিযোগ

দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা অমিত সাহা ওরফে লালমোহন

কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেনস্থার অভিযোগ। শ্রীপল্লি কমিটির খোঁজ নিতে গিয়ে কাউন্সিলর তথা অভিনেত্রীকে গালিগালাজের অভিযোগ। অভব্য আচরণের অভিযোগ শ্রীপল্লি কমিটির প্রেসিডেন্টের বিরুদ্ধে। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। ঘটনার তীব্র নিন্দা করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। দায় উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা অমিত সাহা ওরফে লালমোহন।

জানা গিয়েছে, শ্রীপল্লির কাজের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন কাউন্সিলর। অভিযোগ, পল্লি কমিটির প্রেসিডেন্ট ও তার দলবল তার সঙ্গে খারাপ আচরণ করেন। গালিগালাজও করা হয়। প্রতিবাদ করলে তাকে মারতেও গিয়েছিলেন বলে অভিযোগ। এদিকে যে লালমোহনের বিরুদ্ধে মূল অভিযোগ সেই লালমোহনই আবার নির্বাচনের সময় শ্রীতমা ভট্টাচার্যের ইলেকশন এজেন্টও ছিলেন। তাঁর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ করেছেন শ্রীতমা। তিনি বলছেন, সবটাতেই উস্কানি দিয়েছেন এই লালমোহন।

মদন মিত্র যদিও বলছেন, তৃণমূল এখন সবাই করে। তাই বলে মহিলা কাউন্সিলরের সঙ্গে এরকম আচরণ করতে হবে? তিনি বিষয়টি জানিয়েছেন সৌগত রায়কেও। মদন বলেন, পুলিশ এফআইআর নিয়েছে। পুলিশ তদন্ত করছে। আমি চাই পুলিশি তদন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। আমি দলীয়ভাবেও সকলকে জানিয়েছি। অন্যদিকে কাউন্সিলর শ্রীতমা বলেছেন, এমন গালাগালি দেওয়া হয়েছে যে কান একেবারে গরম হয়ে যাবে। আমি শুধু সরকারি জমির বেদখল যাতে না হয়ে যায় তা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। এটা নাকি আমার অপরাধ। যদিও সব অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা অমিত সাহা বলছেন,আমি তো সামনেই ছিলাম না। ওখানে সিসি ক্যামেরা রাখা আছে। ওতেই সব দেখা যাবে।