Saturday, August 23, 2025

দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা হয়, রক্ষক কৃষ্ণনগরের মানুষ: লোকসভায় ফিরিয়েই তীব্র আক্রমণ মহুয়ার

Date:

“৮ ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। ধৃতরাষ্ট্র সে দিন অন্ধ ছিলেন।“ বিপুল ভোট কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্র থেকে জিতে লোকসভায় গিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahuaa Moitra)। সোমবার, অষ্টাদশ লোকসভায় নিজের প্রথম ভাষণে তাঁকে বহিষ্কার নিয়ে তুলোধনা করেন মহুয়া। জানান, তাঁকে বসিয়ে দিলে আরও ভারী পড়বে। এও জানালেন, দুঃশাসনবাহিনীর হাত থেকে রক্ষার জন্য কৃষ্ণের মতো তাঁর রক্ষক হয়েছেন কৃষ্ণনগরের মানুষ।আগের লোকসভায় তাঁর বহিষ্কার নিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মহুয়া। এদিন বক্তৃতায় প্রথম থেকে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেন তিনি। তাঁর কথায়, ‘‘৮ ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। ধৃতরাষ্ট্র সে দিন অন্ধ ছিলেন।’’ মহুয়া বলেন, “এথিক্স কমিটি আমার বহিষ্কারে অনুমোদন দিয়েছিল। সেখানে ১০ জন সদস্য ছিলেন ও একজন চেয়ারপার্সন। বিজেপির সদস্য ছিলেন ৫। তাঁদের মধ্যে চারজনই হেরে গিয়েছেন। চেয়ারপার্সনও হেরেছেন। কংগ্রেসের যে সাংসদ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তিনিও হেরেছেন। মহারাষ্ট্রের যে সাংসদ বিজেপির (BJP) হয়ে বিতর্ক তুলেছিলেন, তিনিও হেরেছেন। কৃষ্ণের মতো কৃষ্ণনগরবাসী আমায় রক্ষা করেছিলেন।“

তৃণমূল সাংসদের বক্তৃতার মধ্যে অধিবেশন ছেড়ে বেরতে যান প্রধানমন্ত্রী। তাঁকে তীব্র কটাক্ষ করে মহুয়া বলেন, “প্রধানমন্ত্রী আমার কথা শুনে যান। ভয় পাবেন না। আমার কেন্দ্রে দু’বার এসেছেন। এ বার আমার কথা শুনে যান।“ মুখ বাঁচাতে অধিবেশন ছাড়েন মোদি।

গত ৮ ডিসেম্বর সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে (Mahuaa Moitra)। সে দিনই তিনি বলেছিলেন, ‘শেষ’ দেখে ছাড়বেন! সেই ‘শেষ’ তিনি দেখে নিয়েছেন। এদিন লোকসভার অধিবেশন স্পষ্ট বার্তা দিলেন মহুয়া। গতবার লোকসভা নির্বাচনে বিজেপি একা জিতেছিল ৩০৩টি আসনে। এবার পেয়েছে মাত্র ২৪০টি আসন- একক সংখ্যা গরিষ্ঠাতাও পায়নি। সেই প্রসঙ্গেই নাম না করে মোদিকে নিশানা করে মহুলা বলেন, “আমাকে বসানোর চক্করে জনতা আপনার ৬৩ জন সাংসদকে বসিয়ে দিয়েছে।“ তাঁর হুঁশিয়ারি, “আমায় বসাবেন না, আরও ভারী পড়বে।“





Related articles

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...
Exit mobile version