Thursday, August 28, 2025

মোদি সরকারকে তুলোধনা! তৃণমূলের নেতৃত্বে সংসদে একজোট বিরোধীরা, নিট ইস্যুতে দিনভর আলোচনার আর্জি রাহুলের 

Date:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)ও সিবিআইকে (CBI) দিয়ে বিরোধী দলগুলিকে হেনস্থার অভিযোগ দীর্ঘদিনের। এই মর্মে সোমবার সকালেই লোকসভায় তৃণমূল কংগ্রেসের (TMC) নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন ইন্ডিয়া জোটের। সোমবার বিরোধী শিবিরের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল ও বিরোধী সাংসদদের পাশাপাশি এদিন অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi)। পাশাপাশি নিট ইস্যুতেও এদিন লোকসভা অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় প্রস্তাব জানিয়েছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল। দলের অপর সাংসদ মানিকম ঠাকুর এই মর্মে লোকসভায় সাসপেনশন অফ বিজনেস নোটিশ দিয়েছেন।

এদিন লোকসভা অধিবেশনের শুরুতেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, নিট প্রশ্নফাঁস একটি জ্বলন্ত ইস্যু। এর সঙ্গে লাখো লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। গত সাত বছরে সাতবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে একদিন আলোচনার প্রস্তাব রাখছি। তবে পাল্টা পালটা রাজনাথ সিং দাবি করেন, বিরোধীরা যে কোনও বিষয় নিয়ে সংসদে আলোচনা করতেই পারেন তবে আমাদের অনুরোধ সংসদের নিয়ম মেনে আগে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন হোক। যদিও প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবেই সায় দেন স্পিকার ওম বিড়লা। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করে বিরোধী শিবির।

অন্যদিকে, নয়া ফৌজদারি বিল ইস্যুতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কেন্দ্রীয় সরকারকে এই আইন প্রত্যাহারের আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। খুব তাড়াহুড়ো করে এই আইন কার্যকর করা হয়েছে। বিরোধীদের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই এই তিন ফৌজদারি বিল পাশ করানো হয়। ফলে এটির রিভিউয়ের প্রয়োজন। একই মন্তব্য কংগ্রেস সাংসদ শশী থারুর ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের। তিনি বলেন, ‘নাগরিকদের অধিকার নিয়ে আমরা উদ্বিগ্ন। পুলিশের ক্ষমতা বৃদ্ধি, হেফাজতের সময় বাড়ানো, নির্জন কারাবাসের অনুমতির মতো বিষয়গুলি নিয়ে ফের একবার ভাবা উচিত NDA সরকারের। সংবিধান বিপন্ন। আমরা এ পরিস্থিতিতে চুপ থাকতে পারব না।


Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version