Friday, December 5, 2025

বিপদসীমা পেরোলো অলকানন্দা, বদ্রি মাস্টারপ্ল্যানে বিপদে তীর্থযাত্রীরা

Date:

Share post:

হিমালয়ের উপরের দিকে প্রবল বৃষ্টি। তার জেরে এবার বদ্রিনাথের তীর্থযাত্রীদের জন্য জারি হল সতর্কতা। সোমবার দুপুরের পর থেকে বিপদ সীমার উপর দিয়ে বইছে অলকানন্দা। পুলিশের পক্ষ থেতে লাগাতার মাইকিং করে নদীর ধারে না যাওয়ার জন্য সতর্কতা জারি করা হচ্ছে। সেই সঙ্গে বদ্রিনাথে সাম্প্রতিক মাস্টারপ্ল্যানের জন্য যে পাথর ভাঙার স্তূপ জমা হয়েছে অলকানন্দায়, তার জন্য আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন বদ্রির পুরোহিতরা।

সম্প্রতি হিমালয়ের তুষারপাতের জেরে কেদারনাথ মন্দিরের পিছনে তুষার ধ্বসের ছবি তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। এবার প্রকৃতির রোষের মুখে বদ্রিনাথ। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা অলকানন্দা প্রায় ১৫ ফুট গভীরতায় থাকে। সোমবার সন্ধ্যার মধ্যে তা বদ্রি থেকে মাত্র ছয় ফুট দূরে রয়েছে। সেই সঙ্গে তাতে প্রবল স্রোত। বদ্রির পার্শ্ববর্তী তপ্তপানি গরম জলের ধারা ইতিমধ্যেই অলকানন্দার তলায় চলে গিয়েছে।

বদ্রি মন্দিরের পুরোহিতদের দাবি, পাহাড় ভাঙার সব আবর্জনা অলকানন্দায়। কয়েক বছর ধরে একইভাবে কাজ করেছে নির্মাণ সংস্থা। ফলে অলকানন্দার গভীরতা কমে গিয়েছে। তাতেই অল্প জল বাড়ায় বিপদের মধ্যে পড়ছে মন্দির। বারবার সংস্থা এমনকি প্রশাসনকে এভাবে কাজ করতে নিষেধ করার পরেও তাঁরা কানে নেননি বলে দাবি পুরোহিতদের। মাস্টারপ্ল্যানে যে রাস্তা তৈরি হচ্ছিল, জলস্তর বাড়ায় সেই নতুন রাস্তাও এখন জলের তলায়।

জলস্তর বাড়ায় তপ্তকুণ্ড এলাকা খালি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বদ্রি মন্দির চত্বরে খুব জরুরি কারণ ছাড়া তীর্থযাত্রী ও স্থানীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি বদ্রি মন্দিরের কয়েক মিটার নিচে থাকা ব্রহ্মকপাল এলাকাও ক্রমশ অলকানন্দার গ্রাসে যেতে শুরু করেছে। এই ব্রহ্মকপাল থেকেই অলকানন্দার জল সংগ্রহ করেন তীর্থযাত্রীরা।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...