লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেল মোহনবাগান

ম্যাচে দাপট ছিল ভবানীপুরেরই। সহজ সুযোগ নষ্ট না করলে জিতেন মুর্মু একাই হ্যাটট্রিক করতে পারতেন।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচের ধাক্কা খেল মোহনবাগান। নতুন মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই হোঁচট খেল বাগান ব্রিগেড। বারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের সঙ্গে ১-১ ড্র করল সবুজ-মেরুনের রিজার্ভ দল।

ম্যাচে দাপট ছিল ভবানীপুরেরই। সহজ সুযোগ নষ্ট না করলে জিতেন মুর্মু একাই হ্যাটট্রিক করতে পারতেন। মোহনবাগান রক্ষণ আগাগোড়া ছিল নড়বড়ে। সুহেল ভাট, টাইসন সিংরাও সুযোগ কাজে লাগাতে পারেননি। অথচ, ম্যাচের ১০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে শিবাজিৎ সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এক্ষেত্রে ভবানীপুর গোলকিপার শঙ্কর রায় দায়ী। পরে তাঁকে তুলে প্রিয়ন্ত সিংকে গোলে খেলান ভবানীপুর কোচ শাহিদ রামন। পিছিয়ে পড়ার ১৭ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ভবানীপুর। সবুজ-মেরুন রক্ষণের ভুলে গোল করেন জিতেন। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রস্তুতির অভাব স্পষ্ট।

এই ম্যাচের পর বাগান কোচ ডেগি কার্ডোজো বললেন, ‘‘অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাওয়া যায়নি। পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’’ রেফারিং নিয়ে অভিযোগ করেন ভবানীপুর কোচ।

আরও পড়ুন- যোগাসনে দূরন্ত সাফল্য সিঙ্গুরের মেয়ে নেহা বাগের


Previous articleযোগাসনে দূরন্ত সাফল্য সিঙ্গুরের মেয়ে নেহা বাগের
Next articleক্রিকেট খেলা নিয়ে বিবাদ, গুজরাটে গণপিটুনিতে খুন যুবক