পেনাল্টি মিস রোনাল্ডোর, টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার মাঝ রাতে ইওরোর শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে ৩-০ গোলে হারলো স্লোভেনিয়াকে। ম্যাচে পেনাল্টি মিস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনটি টাইব্রেকার সেভ করে ম্যাচের সেরা পর্তুগাল গোলরক্ষক দিয়াগো কোস্তা। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সামনে ফ্রান্স।

ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে স্লোভেনিয়া এদিন আক্রমণের মনোভাব থেকে বেরিয়ে বেশি রক্ষণের অপর জোর দেয়। যার ফলে স্লোভেনিয়ার ডিফেন্স ভেঙে গোল করতে কালঘাম ছোটে রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজদের। রোনাল্ডোকে কড়া মার্কিংয়ে রেখেছিল স্লোভেনিয়া। পর্তুগিজ অধিনায়ককে নড়তেই দিচ্ছিলেন না ডারকুসিচ। তবে তার মাঝেই ৩০ মিনিটের মাথায় রোনাল্ডো একটি সুযোগ পান। ভিটিনহা একটি ক্রস তুলেছিলেন। কিন্তু রোনাল্ডোর হেড সরাসরি স্লোভেনিয়া গোলকিপার জান ওবলাকের হাতে যায়। চার মিনিট পরেই বক্সের বাইরে ফ্রিকিক পায় পর্তুগাল। তবে পর্তুগিজ অধিনায়কের শট ক্রসবারের এক ইঞ্চি উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে খেলার ফলাফল থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দুদল। পর্তুগাল এক বার আক্রমণে উঠলে তারপর মুহূর্তেই স্লোভেনিয়া উঠে আক্রমণে। ম্যাচের ৫৪ মিনিটে আবার ভাল জায়গায় একটি ফ্রিকিক পায় পর্তুগাল। অনেকটা দৌড়ে এসে সজোরে শট নেন রোনাল্ডো। তবে কাজের কাজ কিছু হইনি।নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল না আসায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি পায় পর্তুগাল। জোটা বক্সের মধ্যে ঢুকে পড়ার পর তাঁকে আটকে দেন ডারকুসিচ। পেনাল্টি নেন সিআরসেভেন। তবে রোনাল্ডোর শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক । মিস করার পরেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন রোনাল্ডো। কান্নায় ভেঙে পড়েন তিনি। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে তিন তিনটে শট বাঁচিয়ে পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গলেন পর্তুগীজ গোলরক্ষক দিয়াগো কোস্তা। অপরদিকে পেনাল্টি মিস করলেও, টাইব্রেকারে গোল করলেন রোনাল্ডো । রোনাল্ডো ছাড়াও টাইব্রেকারে গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ এবং বের্নার্দো সিলভা।

আরও পড়ুন- ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্স