Tuesday, August 26, 2025

শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্নার শর্তসাপেক্ষ অনুমতি, কটাক্ষ তৃণমূলের

Date:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি দিল হাইকোর্ট। রাজ্যের ভোট পরবর্তী হিংসা হয়েছে, এমন দাবি তুলে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজভবনে ‘আক্রান্ত’দের নিয়ে যেতে চেয়েছিলেন। তার প্রায় মাসখানেক পরে আদালতের অনুমতিক্রমে অবশেষে তিনি ধর্নায় বসতে পারবেন। রাজ্যের আপত্তি না থাকায় অবশেষে অনুমতি পেলেন বিরোধী দলনেতা। যদিও আদালত যে সংখ্য়া বেধে দিয়েছে, আদৌ তত লোক বিজেপি আনতে পারবে না বলে কাটক্ষ তৃণমূলের।

রবিবার ১৪ জুলাই রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ৩০০ জনের বেশি কর্মী সমর্থক থাকতে পারবেন না। কোনওভাবেই কারো কাছে কোনওরকম আগ্নেয়াস্ত্র থাকবে না। রাজ্যের তরফে জানানো হয় সকাল ১০টা থেকে কর্মসূচি করলে কোনও সমস্যা হবে না। তারপরই আদালত রায় দেয় সকাল ১০টা থেকে চারঘণ্টা ধর্না কর্মসূচি করতে পারবে বিজেপি। এমনকি ধর্না থেকে কোনও রকম বিদ্বেষমূলক বক্তব্য পেশের উপরও নজরদারি হবে আদালতের নির্দেশ অনুসারে।

আদালত থেকে কাটছাঁট করে দেওয়া কর্মসূচি ঘিরে কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “রবিবারের বাজার। এই পাড়াগুলোয় ছুটির দিন। কেউ যদি রাজভবনের সামনে বসতে চান বসতেই পারেন। বিজেপিতে এমনিতেই ১৫০-২০০ জনের বেশি লোক হয় না। আর ১০০ জন কোথা থেকে আনবে।”

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version