চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতায় সোনার দোকানে চুরির কিনারা। চণ্ডীতলার বরতাজপুরের একটি সোনার ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী! দোকানের CCTV-র ফুটেজে গয়না হাতানোর দৃশ্য ধরা পড়েছিল। ঘটনায় নিউটাউন থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ (Police)। বুধবার, হুগলি (Hoogli) গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন (Kamanashis Sen) চণ্ডীতলা থানায় সাংবাদিক বৈঠকে OC-র প্রশংসা করেন।
বরতাজপুর সোনার দোকানে এই ঘটনার পরে চণ্ডীতলা থানা থেকে ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন। পুলিশ সুপার (Kamanashis Sen) বলেন, অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ। সেই চেষ্টাই করতে হবে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে গয়না উদ্ধার করা হবে। ব্যবসায়ী শেখ জাকির হোসেন বলেন, চারদিনের মধ্যে গ্রেফতার অভিযুক্তরা। পুলিশ ভালো কাজ করেছে।