Monday, November 3, 2025

হাথরাসকাণ্ডে সুপ্রিম কোর্টে দায়ের মামলা! পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আর্জি

Date:

হাথরাসে (Hathras) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার সেই মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। বুধবারই দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে যাতে তদন্ত কমিটি (Investigation Team) গঠন করা হয়, সেই আর্জিই জানানো হয়েছে মামলায়। ‘ভোলেবাবা’-র সৎসঙ্গে গিয়ে দুর্ঘটনায় ইতিমধ্যে ১২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে হাসাপাতালের মর্গে লাশের সারি দেখে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত পুলিশ কর্মীর।

বুধবার আইনজীবী বিশাল তিওয়ারি শীর্ষ আদালতে এই মামলা করেছেন। তাঁর আবেদন, এই মামলায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন আইনজীবী। এছাড়া আবেদনে আরও বলা হয়েছে, উত্তরপ্রদেশ সহ সব রাজ্য থেকে পদপিষ্ট হওয়ার ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, কতগুলি এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে স্টেটাস রিপোর্ট দিতে হবে। পাশাপাশি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও গাইডলাইন আছে কি না, সেটাও জানাতে হবে।

যদিও আশ্চর্যজনকভাবে এফআইআরে নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার। তারপর থেকেই বিস্তর প্রশ্ন উঠছে। এছাড়াও এফআইআরে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, আয়োজকরা ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি চেয়েছিল, কিন্তু এদিন জড়ো হন আড়াই লক্ষেরও বেশি মানুষ। আরও অভিযোগ, দুর্ঘটনার সময় আয়োজকরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে প্রমাণ লোপাটের চেষ্টা করেন। তবে মামলার তদন্ত যে দিকে এগোচ্ছে তাতে যোগী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।


Related articles

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স...

হরমনপ্রীতদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি! বোর্ডের সংবর্ধনাতেও থাকছে চমক?

রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women's World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে...

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...
Exit mobile version