Thursday, November 6, 2025

চুঁচুড়া স্টেশনে থামলই না বর্ধমান লোকাল! যাত্রীদের নামাতে ফের ফিরল আগের স্টেশনে

Date:

নির্দিষ্ট স্টপেজে থামার কথা ছিল ট্রেনটির। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে ট্রেন সোজা পৌঁছে যায় হুগলি স্টেশনে (Hoogly Station)। পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান (Howrah Burdwan) গ্যালপিং লোকালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান লোকাল সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছাড়ে। তবে ওই ট্রেন গ্যালপিং হওয়ায় হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়াতে স্টপেজ ছিল ট্রেনটির। ওই ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দননগর অবধি ট্রেন ঠিকই আসছিল। চুঁচুড়ায় নামার জন্য যাত্রীরা গেটের কাছে দাঁড়িয়েওছিলেন। কিন্তু ট্রেন থামেনি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়ার পরের স্টেশন হুগলিতে গিয়ে ট্রেনটি দাঁড়ায়। যদিও সেখানে নির্ধারিত স্টপেজ ছিল না। এরপর ট্রেনটি আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে। এরপর সেখানে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় লোকাল।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”। অন্যদিকে যাত্রীদের কথায়, ‘‘চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতে পারছিলেন না যে কী হল! অনেকে দরজার কাছে চলে আসেন। কিন্তু ট্রেনটি আর দাঁড়ায়নি। হুগলি স্টেশনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি।’’


Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version