Thursday, August 21, 2025

কাঞ্চনজঙ্ঘার পরে কাঞ্চনকন্যা, চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা

Date:

রেলের চূড়ান্ত গাফিলতি ও গোটা ব্যবস্থার হাজারো খামতি নিয়েই রোজ হাজার হাজার ট্রেন চালাচ্ছেন চালকরা। কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনায় যা আরও একবার প্রমাণিত। আর তার থেকেই শিক্ষা নিয়ে এখন আরও সতর্ক শিয়ালদহ বিভাগের দূরপাল্লার রেলের চালকরা। তারই জেরে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাঁচল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। সেই সঙ্গে উত্তরের চা বাগানের স্থানীয় বাসিন্দারা বিপদের হাত থেকে রক্ষা পেলেন।

শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস মঙ্গলবার চালসা থেকে মালবাজারের দিকে আসার পথে চালক দেখতে পান শোনগাছি এলাকার রেলগেটটি খোলা। এই রুটে দূরপাল্লার ট্রেন চালান যে তাঁদের রেলগেট ও সিগনালের আন্দাজ থাকাই স্বাভাবিক। সেই মতো রেলগেটের দিকে নজর করতেই তিনি দেখেন রেলগেট খোলা। আশ্চর্যজনকভাবে সিগনাল সবুজ। অর্থাৎ রেলগেট বন্ধ থাকবে সেই আশাতে সিগনাল বদলে গিয়েছে। অথচ খোলা রেলগেট দিয়ে পেরিয়ে যাচ্ছে সাইকেল, বাইক থেকে চারচাকা গাড়ি।

অত্যন্ত দ্রুততায় এমার্জেন্সি ব্রেক কষেন কাঞ্চনকন্যার চালক। ততক্ষণে ট্রেনটি প্রায় রেলগেট ছুঁয়ে ফেলেছে। কিন্তু অল্পের জন্য এড়ানো যায় দুর্ঘটনা। আর এরপরেই চালক সহ বাকি রেলকর্মীদের নজর যায় রেলগেটের ঘরটিতে। সেখানেও গেটম্যানকে দেখতে না পেয়ে সন্দেহ হয় রেলকর্মীদের। যদিও গেটম্যানের ঘরে গিয়ে তাঁরা দেখতে পান ঘরেই রয়েছেন তিনি। শুধু রেলগেট ফেলতে ভুলে গিয়েছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

একমাসও হয়নি, এই উত্তরের জেলাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ক্ষত শুকানোর আগেই ফের রেলের গাফিলতিতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল উত্তরের জেলাতেই। সোনগাছি চা বাগান এলাকায় জনবসতি কম হলেও এই রেলগেটে প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। চালক শুধুমাত্র সিগনালের উপর ভরসা রেখে গাড়ি চালালেই ঘটে যেতে পারত আরও এক দুর্ঘটনা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version